ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব

দিল্লী থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: এনসিপি নেতা শিশির

প্রকাশিত: ০০:৩১, ২৪ মে ২০২৫

দিল্লী থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: এনসিপি নেতা শিশির

ছবি: সংগৃহীত

ভারতে থেকে বাংলাদেশে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শুক্রবার বিকেলে বাংলাভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি চক্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বারবার বিরক্ত করছে এবং তাকে পদত্যাগের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

শিশির বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু তার নেতৃত্বে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও জানান, এনসিপি ইতোমধ্যে জাতীয় ঐক্যের স্বার্থে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে এবং প্রয়োজনে মতাদর্শ ভুলে বিএনপির সঙ্গেও কাজ করতে প্রস্তুত। তার ভাষায়, “জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্য গঠনের সময় এখন। তবে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের অপসারণ চাওয়ার আগে বিএনপির মনে রাখা উচিত, বর্তমান উপদেষ্টাদের অনেকেই তাদের দেওয়া তালিকা থেকেই এসেছেন।”

শিশির বলেন, এই মুহূর্তে ড. ইউনূসের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তাকে হেয় করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সূত্র: https://www.facebook.com/share/v/16HJWfyv2h/

আসিফ

×