ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের বগুড়ার শীর্ষ তিন নেতা ঢাকায় গ্রেফতার

মাহফুুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ২৩:৫৮, ২৩ মে ২০২৫

নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের বগুড়ার শীর্ষ তিন নেতা ঢাকায় গ্রেফতার

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও যুবলীগ বগুড়া জেলা শাখার শীর্ষ তিনজন নেতাকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫), এবং বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।

শুক্রবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের আটক করে। বগুড়া জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের (২০২৪) আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই সময়ের ‘জুলাই আন্দোলন’ ঘিরে এই তিন নেতা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী কার্যক্রমে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে কয়েকটি রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে গঠিত।

আগামীকাল শনিবার (২৪ মে) সকালে তাদের বগুড়ায় নিয়ে আসা হতে পারে এবং বগুড়ার আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন বগুড়ায় সহিংস রূপ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় কয়েকজন ছাত্র গুরুতর আহত ও নিহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে ডাবলু, হিরো ও আরিফের নাম সরাসরি এজাহারে উল্লেখ করা হয়।

বগুড়া জেলা পুলিশ সূত্র জানিয়েছেন, "আটকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, আমরা নিশ্চিত হয়েছি, তারা এসব মামলার পলাতক আসামি এবং বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের জামিনের সুযোগ নেই।" 

আসিফ

×