
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা চলছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্যকে ধ্বংস করা হয়েছে, এবং এখন আবার একটি ষড়যন্ত্র চলছে—দেশকে অস্থিতিশীল করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার।
তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে ভারতের রাজধানী দিল্লি থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের ছক আঁকা হচ্ছে। এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ তার পোস্টে আরও লেখেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থি ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদেরও প্রস্তুত থাকতে হবে।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাহিদ বলেন, ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।
তিনি জানান, জুলাই মাসের ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে এবং এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ‘জুলাই গণহত্যার’ বিচার দৃশ্যমান হতে হবে এবং সেই বিচার প্রক্রিয়ার রোডম্যাপও ঘোষণা করতে হবে। একই সঙ্গে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন একযোগে দেওয়ার কথাও বলেন তিনি।
এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র সারা দেশের সংগঠকদের নিয়ে আয়োজিত এক পরিচিতি ও সাধারণ সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই ফাঁদে পা না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসএফ