
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আহাম্মদীয়া উলুম মাদ্রাসার এক শিক্ষার্থী মোফাসসির (১১) রহস্যজনকভাবে মারা গেছে। শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় এ ঘটনা ঘটে।
মোফাসসির সনমান্দি ইউনিয়নের সোনারকান্দি গ্রামের আবু তালেবের ছেলে। ঘটনার সময় সে মাদ্রাসার গোসলখানায় কাপড় রাখার পাইপে নিজের পায়জামা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মোফাসসির মাদ্রাসায় পড়াশোনা করতে অনাগ্রহী ছিল। তার ইচ্ছার বিরুদ্ধেই পরিবারের সদস্যরা তাকে ভর্তি করেছিলেন। আত্মহত্যা সম্পর্কে এত অল্প বয়সের একটি শিশুর জ্ঞান থাকা অসম্ভব বলে মনে করছেন আত্মীয়স্বজন ও স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম খান জানান, “পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। পারিবারিকভাবে কেউ অভিযোগ না করায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
নুসরাত