
ছবিঃ সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই।
তিনি বলেন, “আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলব—ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেননি; ওখানে জনগণ আপনাকে বসিয়েছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা আপনাকে সেখানে বসিয়েছে, তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলেই সেখান থেকে চলে যেতে পারেন—এটা আপনার শান ও মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি আপনার ব্যক্তিত্বেরও পরিপন্থী।
“জনগণ আপনাকে সেখানে বসিয়েছে মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য।
“মানুষ সংস্কার চায়। সেই সংস্কার বাস্তবায়নের জন্যই আপনাকে বসানো হয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন—এমনটা হতে পারে না। এখানে চাওয়া বা না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকা বা না থাকা গোটা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।
“আমি ইউনূস সরকারকে বলব—কোনো অবস্থাতেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তে ভারত খুশি হবে। ভারতের জনগণ হাসবে, মোদি সরকার খিলখিল করে হেসে উঠবে—এমন সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বরং এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতা অনুভব করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে।”
ইমরান