ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গুগল এখন নিজেই সাংবাদিক? নতুন AI ফিচারে তুমুল বিতর্ক!

প্রকাশিত: ২১:৩৬, ২৩ মে ২০২৫; আপডেট: ২১:৩৮, ২৩ মে ২০২৫

গুগল এখন নিজেই সাংবাদিক? নতুন AI ফিচারে তুমুল বিতর্ক!

ইন্টারনেটে কিছু খুঁজতে গেলেই আমরা ভরসা করি গুগলের ওপর। আর এখন সেই গুগলই নিয়ে এসেছে এক নতুন সার্চ প্রযুক্তি - AI Overviews, যা ইতোমধ্যেই বদলে দিতে শুরু করেছে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য খোঁজার অভিজ্ঞতা।

মে মাসের ২০ তারিখে গুগলের বার্ষিক ইভেন্ট Google I/O-তে এই নতুন AI সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। গুগলের দাবি, যুক্তরাষ্ট্র ও ভারতসহ তাদের প্রধান বাজারগুলোতে AI Overviews ব্যবহারের ফলে গুগল সার্চ ব্যবহারে ১০% পর্যন্ত বৃদ্ধি ঘটেছে।

AI Overviews কী?

এটি মূলত গুগলের সার্চ ইঞ্জিনে একটি নতুন ফিচার, যেখানে আপনি কোনো প্রশ্ন লিখলে গুগল AI প্রযুক্তির মাধ্যমে তার সারাংশ বা “ওভারভিউ” দিয়ে দেয় - যেন চ্যাটবটের মতো আপনার জন্য তথ্যকে সংক্ষেপে সহজভাবে উপস্থাপন করে।

প্রথম দেখায় এটি অনেক সহায়ক মনে হলেও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এর বেশ কিছু গভীর সমস্যা রয়েছে।

কী কী সমস্যা দেখা দিচ্ছে?

AI Overviews সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারলেও জটিল ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রশ্নে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া রয়েছে গোপনীয়তা (Privacy), পক্ষপাত (Bias), ও ভুল তথ্যের (Inaccuracy) সমস্যা।

বিশ্বজুড়ে অনেক সংবাদমাধ্যম অভিযোগ করছে যে AI Overviews ব্যবহারকারীদের সরাসরি ওয়েবসাইটে না পাঠিয়ে সারাংশ দেখিয়ে দিচ্ছে, ফলে ক্লিক কমে যাচ্ছে ও তাদের ট্রাফিক কমছে।

এক নতুন যুগের সূচনা?

যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল কনসালটেন্সি CreateFuture-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অ্যাংগাস অ্যালান বলেন, “গুগলের এই AI ওভারভিউ একটি মৌলিক পরিবর্তন এনেছে। গুগল এখন আর কেবল তথ্য খুঁজে দিতে সাহায্য করছে না - বরং সরাসরি আমাদের হয়ে তথ্য বিশ্লেষণ করছে।”

তবে এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি বড় প্রশ্ন - তথ্য আপনি নিজে যাচাই করবেন, না AI-এর বিশ্লেষণের ওপর ভরসা করবেন?

AI Overviews কীভাবে এড়িয়ে যাবেন?

যদি আপনি AI-এর তৈরি সংক্ষিপ্ত উত্তর এড়াতে চান, তবে সাধারণভাবে আরও নির্দিষ্ট করে প্রশ্ন করতে পারেন বা বিভিন্ন কীওয়ার্ড ব্যবহার করে মূল ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করতে পারেন।

AI Overviews নিঃসন্দেহে একটি যুগান্তকারী প্রযুক্তি। তবে এই “সহজ” তথ্য উপস্থাপন ব্যবস্থার আড়ালে রয়েছে কিছু জটিল বাস্তবতা - যার প্রভাব পড়তে পারে আপনার তথ্য বুঝতে শেখার দক্ষতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মিডিয়ার ভবিষ্যতের ওপরও।

সূত্র : https://www.forbes.com/sites/kateoflahertyuk/2025/05/21/google-ai-overviews-everything-you-need-to-know/

মিমিয়া

×