ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে ২ হাজার ৩৬৯ বাংলাদেশির তালিকা করল ভারত

প্রকাশিত: ২১:২৪, ২৩ মে ২০২৫

যে কারণে ২ হাজার ৩৬৯ বাংলাদেশির তালিকা করল ভারত

ছবি: সংগৃহীত।

ভারতে অবৈধভাবে অবস্থানকারী ২,৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে দেশটি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি, ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে।”

জয়সোয়াল জানান, ভারত যাদের চিহ্নিত করেছে, তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে কারাদণ্ড ভোগ করেছেন। “আমাদের তালিকায় রয়েছে ২,৩৬৯ জনের বেশি বাংলাদেশি। অনেকের জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া ২০২০ সাল থেকে ঝুলে আছে,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন—তারা যে দেশেরই নাগরিক হোন না কেন—তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে চলতি মাসের শুরুতে আসামের দক্ষিণ সালমারা জেলা থেকে অন্তত পাঁচজন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তথ্যসূত্র: ডিএনএ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

নুসরাত

×