ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগর ছেড়ে বাড়ির উঠানে চলে এলো বিশাল পণ্যবাহী জাহাজ!

প্রকাশিত: ০১:৩৫, ২৪ মে ২০২৫

সাগর ছেড়ে বাড়ির উঠানে চলে এলো বিশাল পণ্যবাহী জাহাজ!

নরওয়ের ট্রনডহেইম উপকূলে ঘটল রীতিমতো সিনেমার মতো এক বিস্ময়কর ঘটনা। ভোররাতে বিশাল একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে এলো এক ব্যক্তির বাড়ির উঠানে। যেন সমুদ্র ছেড়ে আকাশপথে উড়ে এসে পড়ল বিশাল এক লোহার দানব!

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, যখন ১৩৫ মিটার দীর্ঘ এনসিএল সালতেন নামের একটি পণ্যবাহী জাহাজ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে উহান হেলবার্গ নামের এক ব্যক্তির বাড়ির কাছাকাছি। হেলবার্গ জানান, তিনি প্রতিবেশীর ডাকে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখেন একটি বিশাল জাহাজ তার বাড়ির দিকেই ধেয়ে আসছে।

তিনি বলেন, “আমি আধো ঘুমে শুনি যেন একটা নৌকা যাচ্ছে। উঠে জানালার বাইরে তাকিয়ে দেখি, জাহাজটা সরাসরি তীরের দিকে আসছে। আমি হাত নেড়ে সিগন্যাল দিই, শিস দিই।”

প্রতিবেশীরা জানান, জাহাজটি থেমে যায় হেলবার্গের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে। সামান্য এদিক-ওদিক হলেই বাড়ির উপর সরাসরি আঘাত হানতে পারত জাহাজটি। ঘটনাটিকে তারা 'অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যাওয়া' বলেই মনে করছেন।

জানা গেছে, জাহাজটিতে তখন ১৬ জন ক্রু সদস্য ছিলেন। নরওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং সব ক্রুই নিরাপদে রয়েছেন।

তবে এত বড় একটি জাহাজ কিভাবে উপকূল অতিক্রম করে একটি বাড়ির এত কাছাকাছি চলে এল, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নরওয়ের কর্তৃপক্ষ।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ছবি ও ভিডিও। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে চাঞ্চল্য।

বাড়ির উঠানে বিশাল জাহাজ উঠে আসার এমন ঘটনা নরওয়ের ইতিহাসেই বিরল বলেই মনে করছেন স্থানীয়রা। তদন্তের মাধ্যমে এই অস্বাভাবিক ঘটনার পেছনের কারণ দ্রুত খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সূত্র:https://tinyurl.com/nhkc4dtp

আফরোজা

×