ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি নয়, দুইটি চাকরি: ভবিষ্যৎ সুরক্ষায় নতুন আমেরিকান কৌশল !

প্রকাশিত: ১৭:০৫, ২৩ মে ২০২৫

একটি নয়, দুইটি চাকরি: ভবিষ্যৎ সুরক্ষায় নতুন আমেরিকান কৌশল !

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক এখন আগেভাগেই অবসরে যাওয়ার আশায় গোপনে একাধিক রিমোট চাকরি করছেন। তারা অফিসকে না জানিয়ে একাধিক ফুলটাইম চাকরি একসঙ্গে চালিয়ে নিচ্ছেন এবং সঞ্চয় বাড়িয়ে নিচ্ছেন ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। যদিও এ ধরনের ‘ওভারএমপ্লয়মেন্ট’-এর পেছনে রয়েছে উচ্চ আয়ের লোভ, তবে এর রয়েছে মানসিক চাপ ও পেশাগত ঝুঁকিও।

উচ্চ আয়, বাড়তি সঞ্চয় ও অবসর পরিকল্পনা

টেক্সাসের ৪০-এর কোঠায় থাকা ড্যানিয়েল ২০২৪ সালে দুইটি রিমোট মেডিকেল চাকরি করে প্রায় ২ লাখ ৮০ হাজার ডলার আয় করেছেন। ২০২১ সালে একাধিক চাকরি শুরু করার আগে তার মনে হতো, অবসর হয়তো স্বপ্নই থেকে যাবে। তবে এখন তার নিট সম্পদ ১০ লাখ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখে। লক্ষ্য করছেন ৫৯ বছর বয়সে অবসরে যাওয়ার।

“আগে অবসর যেন কল্পনার বিষয় ছিল,” বলেন ড্যানিয়েল। “এখন আমি চাইলে অবসরে যেতে পারব—হয়তো আরও আগেই।”

সাউথইস্টে বসবাসকারী ৩৯ বছর বয়সী জর্জ গোপনে দুইটি আইটি চাকরি করে বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার আয় করছেন। তার মতে, কাজের প্রতি ভালোবাসা না থাকলেও অবসরের স্বপ্ন তাকে প্রেরণা দেয়। দুই বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ লাখ ডলার। এখন তা বেড়ে ১৫ লাখ ডলারে পৌঁছেছে এবং তিনি আশা করছেন ৪৮ বছর বয়সেই তা হবে ৩২ লাখ ডলার। তার লক্ষ্য ৫০ বছর বয়সে অবসর নেওয়া।

বাতিল পরিকল্পনা, ব্যয় এবং মানসিক চাপ

তবে সবার অভিজ্ঞতা একই নয়। ক্যালিফোর্নিয়ার ৪০-এর কোঠায় থাকা ডেটা অ্যানালিস্ট অ্যাড্রিয়ান ২০২৩ সালে দুইটি চাকরি করে আয় করেছেন ১ লাখ ১০ হাজার ডলার। তবে অতিরিক্ত চাপের কারণে এক চাকরি শেষ হওয়ার পর আর নতুন চাকরি খোঁজেননি তিনি। ওই এক বছরে অতিরিক্ত ৫০ হাজার ডলার আয় করে তিনি তা ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করেছেন অবসর পরিকল্পনার জন্য। এখন তিনি ও তার জীবনসঙ্গী অপেক্ষাকৃত সস্তা খরচের এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করছেন।

অন্যদিকে অ্যারিজোনার কেলি দুইটি ইঞ্জিনিয়ারিং চাকরি করে প্রায় ৩ লাখ ডলার আয় করলেও বিভিন্ন বাধার মুখোমুখি। স্টক মার্কেট বিনিয়োগে ক্ষতির পাশাপাশি তাকে পরিবারের বেশ কয়েকজন সদস্যের খরচও বহন করতে হচ্ছে। বর্তমানে তার সঞ্চয় মাত্র ৪২ হাজার ডলার হলেও তিনি বিশ্বাস করেন, নিয়মিত আয় ও সঞ্চয়ের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে অবসরের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

শেষ কথা

গোপনে একাধিক চাকরি করা মানে শুধু বাড়তি আয় নয়—এটি মানসিক চাপ, নৈতিক প্রশ্ন ও কর্মজীবনের ঝুঁকিও বয়ে আনে। তারপরও অনেক আমেরিকান এই পথকেই অবসরের জন্য কার্যকর কৌশল হিসেবে বেছে নিচ্ছেন।

আসিফ

×