
ছবি: সংগৃহীত।
ফ্রিজ আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে অনেকেই এমন সমস্যার মুখোমুখি হন-ফ্রিজ খুললেই দেখা যায় ভিতরে অতিরিক্ত বরফ জমে গেছে। এতে খাবার সংরক্ষণে সমস্যা হয়, বিদ্যুৎ খরচ বেড়ে যায় এবং ফ্রিজের কার্যক্ষমতাও কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যত্ন না নিলে ফ্রিজে অতিরিক্ত বরফ জমে এমন সমস্যার সৃষ্টি হয়। তবে কিছু সহজ পদক্ষেপেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ফ্রিজের দরজা বারবার খোলা হলে বাইরের আর্দ্রতা ভেতরে ঢুকে যায় এবং তা ঠান্ডায় বরফে পরিণত হয়। এছাড়া দরজা সঠিকভাবে বন্ধ না হলে বা রাবার গ্যাসকেট ক্ষতিগ্রস্ত হলে এ ধরনের বরফ জমার প্রবণতা বেড়ে যায়।
অতিরিক্ত বরফ জমে গেলে প্রথমে ফ্রিজটি খুলে দিন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। এতে বরফ গলে যাবে। কোনো অবস্থাতেই ধারালো বস্তু দিয়ে বরফ খোঁচা দেওয়া উচিত নয়-ফ্রিজের ক্ষতি হতে পারে।
দ্রুত বরফ গলানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। অথবা গরম পানির পাত্র রেখে দেওয়া যায় ফ্রিজের ভিতরে। তবে খুব সাবধানে ব্যবহার করতে হবে যেন বিদ্যুৎ সংযোগে সমস্যা না হয়। বরফ গলে গেলে ফ্রিজটি ভালোভাবে মুছে নিন এবং একেবারে শুকনো করুন। তারপর পুনরায় চালু করুন। যেসব ফ্রিজে ম্যানুয়াল ডিফ্রস্ট সিস্টেম আছে, সেখানে প্রতি সপ্তাহে অন্তত একবার ডিফ্রস্ট করুন। ফ্রিজের দরজা বারবার খোলা ও বেশি সময় খোলা রাখা থেকে বিরত থাকুন। রাবার সিল ঠিক আছে কি না নিয়মিত পরীক্ষা করুন।
গরম খাবার কখনোই সরাসরি ফ্রিজে রাখবেন না। ফ্রিজ পরিষ্কারে নিয়মিত সময় দিন।
বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসগুলো পালন করলে শুধু বরফ জমার ঝামেলা নয়, ফ্রিজের আয়ুও বাড়বে এবং বিদ্যুৎ বিলও কম আসবে।
মিরাজ খান