
নজরুল জয়ন্তীতে বিটিভির আয়োজন
বাংলা সাহিত্যের আকাশে ধ্রুবতারা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২৫ মে। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা ও দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী এ কবি। জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও থাকছে নানা আয়োজন। সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান দূরন্ত নজরুল। শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে চর্যা ও আরশের উপস্থাপনায় নাচ, গান, কবিতা ও নাটক কানামাছির সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বিকেল ৪টা ৫ মিনিটে রয়েছে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলোর ওপর প্রামাণ্য অনুষ্ঠান। বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে নজরুলের গান-কবিতা থেকে গীতিনৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে আলোচনানুষ্ঠান।
নজরুলের কবিতা থেকে আবৃত্তির অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা ৭টায়। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান গানের মালা। ফেরদৌস আরার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, ছন্দা চক্রবর্তী, শারমিন সাথী ইসলাম, বিজন চন্দ্র মিস্ত্রী, শহিদ কবির পলাশ, তানজিনা করিম স্বরলিপি ও ড. আশিক সরকার। অনুষ্ঠানটিতে সংগীত পরিচালনা করেছেন এ কে আজাদ মিন্টু। আলেখ্যানুষ্ঠান ‘সব্যসাচী নজরুল’ প্রচারিত হবে রাত ১০টায়। গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিয়াঙ্কা গোপ।