ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তানের শান্তির বার্তা, ভারতের উত্তেজনামূলক পদক্ষেপের প্রতিবাদ

প্রকাশিত: ১৬:২৬, ২৩ মে ২০২৫; আপডেট: ১৬:২৬, ২৩ মে ২০২৫

আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তানের শান্তির বার্তা, ভারতের উত্তেজনামূলক পদক্ষেপের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক বক্তব্যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সাথে জড়িত করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান এসব মন্তব্যকে "ভিত্তিহীন, উসকানিমূলক এবং দায়িত্বহীন" বলে আখ্যায়িত করেছে।

পাকিস্তানের দাবি, মোদীর বক্তব্য বিকৃত তথ্য ও আগ্রাসী সুরে পরিপূর্ণ, যার উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থে আঞ্চলিক উত্তেজনা উসকে দেওয়া। তারা বলেছে, এমন বক্তব্য জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শান্তি-স্থিতিশীলতার জন্য হুমকি।

ঘটনার পেছনে রয়েছে গত মাসের পেহেলগাম হামলা, যার জন্য ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এরপর ৬-৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায়, যাতে বেসামরিক লোকজন হতাহত হয়। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ অস্ত্রবিরতি ঘোষণা করে। কিন্তু ভারত পরে আবারও আগ্রাসী ভঙ্গি নেয়। গতকাল মোদী ঘোষণা দেন, পাকিস্তানকে আর কোনো নদীর পানি দেওয়া হবে না।

পাকিস্তান বলছে, তারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টায় একটি দায়িত্বশীল অংশীদার। ভারতের এমন অভিযোগ বাস্তবতা থেকে দূরে এবং নিজেদের অভ্যন্তরীণ সংকট আড়াল করার একটি অপচেষ্টা।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে, শান্তিপূর্ণ সহাবস্থান ও কূটনৈতিক সংলাপে বিশ্বাসী হলেও পাকিস্তান নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ভারতের উগ্র মনোভাব ও যুদ্ধংদেহী বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা নেন।

 

সূত্র: https://www.dawn.com/news/1912791/pakistan-rubbishes-indian-pm-modis-bid-to-link-islamabad-with-terrorism

এএইচএ

×