
ছবিঃ সংগৃহীত
ডেনমার্ক ইউরোপের মধ্যে সর্বোচ্চ অবসর গ্রহণের বয়স নির্ধারণ করতে যাচ্ছে। দেশটির পার্লামেন্ট সম্প্রতি একটি নতুন আইন পাস করেছে, যেখানে বলা হয়েছে ২০৪০ সালের মধ্যে অবসরের বয়স বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭০ বছর।
২০০৬ সাল থেকে ডেনমার্কে সরকারি অবসর গ্রহণের বয়স মানুষের গড় আয়ু অনুযায়ী নির্ধারণ করা হয় এবং প্রতি পাঁচ বছর অন্তর তা পুনঃমূল্যায়ন করা হয়। বর্তমানে অবসর গ্রহণের বয়স ৬৭ বছর, যা ২০৩০ সালে বেড়ে হবে ৬৮ এবং ২০৩৫ সালে ৬৯।
এই নতুন নিয়ম অনুযায়ী, ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাঁরা জন্মেছেন, তাঁদের ক্ষেত্রে ৭০ বছর বয়সে অবসর গ্রহণের বিধান প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (২৩ মে) এই আইনটি পাস হয় পার্লামেন্টে ৮১টি পক্ষে ভোট এবং ২১টি বিপক্ষে ভোটের মাধ্যমে।
তবে গত বছর দেশটির প্রধানমন্ত্রী ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, "আমরা আর মনে করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।" তিনি আরও বলেন, "আমাদের দৃষ্টিতে কেউ কাউকে শুধু কাজ করে যেতে বলতেই পারে না।"
৪৭ বছর বয়সী ছাদ নির্মাতা (রুফার) টমাস জেনসেন ডেনিশ গণমাধ্যমকে জানান, এই পরিবর্তনটি "অযৌক্তিক"।
তিনি বলেন, “আমরা কাজ করে যাচ্ছি, করে যাচ্ছি, কিন্তু এটা আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। ডেস্কে বসে কাজ করা লোকদের জন্য বিষয়টা হয়তো আলাদা, কিন্তু যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাঁদের জন্য এটা কঠিন।”
তিনি আরও বলেন, “আমি সারাজীবন কর দিয়েছি। সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোরও অধিকার থাকা উচিত।”
এই প্রস্তাবের বিরোধিতায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত কয়েক সপ্তাহ ধরে ট্রেড ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ হয়েছে।
ভোটের আগেই ডেনিশ ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের চেয়ারম্যান জেসপার এট্রুপ রাসমুসেন বলেন, “অবসর গ্রহণের বয়স বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণভাবে অন্যায্য। ডেনমার্কের অর্থনীতি শক্তিশালী, তবুও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি অবসর গ্রহণের বয়স এখানে। এটা মানুষের জন্য একটি সম্মানজনক বার্ধক্যজীবন থেকে বঞ্চনার সমান।”
ইউরোপের বিভিন্ন দেশে অবসর গ্রহণের বয়স ভিন্ন। অনেক দেশই গড় আয়ু বৃদ্ধির কারণে এবং বাজেট ঘাটতি সামাল দিতে অবসরের বয়স বাড়িয়েছে।
উদাহরণস্বরূপ, সুইডেনে কেউ চাইলে ৬৩ বছর বয়স থেকে পেনশন তোলা শুরু করতে পারেন। ইতালিতে বর্তমানে অবসর গ্রহণের বয়স ৬৭, তবে সেটিও গড় আয়ুর ভিত্তিতে পরিবর্তন হতে পারে এবং ২০২৬ সালেই বাড়তে পারে।
যুক্তরাজ্যে ১৯৫৪ সালের ৬ অক্টোবর থেকে ১৯৬০ সালের ৫ এপ্রিলের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের ক্ষেত্রে পেনশন শুরু হয় ৬৬ বছর বয়সে। তবে এর পর জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য ধাপে ধাপে পেনশন বয়স বাড়ানো হচ্ছে।
ফ্রান্সে ২০২৩ সালে অবসর বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা হয়। এই অত্যন্ত অজনপ্রিয় সিদ্ধান্ত ব্যাপক প্রতিবাদ ও দাঙ্গার সৃষ্টি করে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটি সংসদীয় ভোট ছাড়াই আইন হিসেবে পাশ করান।
ইমরান