
ছবি: সংগৃহীত
ইসরাইলের গুরুত্বপূর্ণ বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ২৪ ঘণ্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা বলে দাবি করেছে তারা।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে জানান, আমাদের বাহিনী ইসরাইলের তেলআবিবস্থ বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলাটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী নিরাপদ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
তবে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন থেকে মধ্য ইসরাইলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার সকাল থেকে ইয়েমেন থেকে ছোড়া অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
ইয়েমেনি বাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে নিক্ষেপ করেছে, যার মধ্যে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বেন-গুরিয়ন বিমানবন্দরের লক্ষ্যভিত্তিক।
তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য ইসরাইলি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
এসএফ