
ছবি: সংগৃহীত
গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারগুলোর জন্য গতকাল দিনটি ছিল আরেকটি দুঃস্বপ্ন। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় দোহার মধ্যস্থতা থেকে ইসরায়েলি প্রতিনিধিদলের দেশে ফিরে আসার খবরে তারা মারাত্মকভাবে হতাশ ও ব্যথিত বলে জানিয়েছে।
‘ব্রিং দেম হোম’ নামে বন্দিদের পরিবারের একটি সংগঠন এক্স-এ (আগে টুইটার) দেওয়া পোস্টে জানায়, ‘আলোচনার স্থগিত হওয়ার খবরে আমাদের হৃদয়ে নতুন করে তীব্র যন্ত্রণা সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে ৫৯৪ দিন ধরে চলছে এবং প্রতিদিনই তা আরও তীব্র হচ্ছে।’
সংগঠনটি আরও জানায়, ‘আমাদের আপনজনদের আমরা হারিয়ে ফেলিনি, তাই হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা লড়াই চালিয়ে যাব এবং আশা আঁকড়ে রাখব—এই প্রত্যাশায় যে কেউ একজন সাহসী ও সঠিক সিদ্ধান্ত নেবে, যেই সিদ্ধান্তে আমাদের সবাই ফিরে আসবে। এটাই পুরো ইসরায়েলবাসীর আকাঙ্ক্ষা।’
ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নীতির কঠোর সমালোচনার পাশাপাশি বন্দিদের পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা ও মানসিক যন্ত্রণা প্রতিদিন বাড়ছে। বিনিময় ও যুদ্ধবিরতির সম্ভাবনা বহুবার আলোচনায় এসেছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
সূত্র: আল জাজিরা।
রাকিব