ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী

ধর্মভীরু কোনো মানুষ অন্যকে আঘাত করতে পারে না: মিজানুর রহমান

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ মে ২০২৫

ধর্মভীরু কোনো মানুষ অন্যকে আঘাত করতে পারে না: মিজানুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, ধর্মপ্রাণ মানুষ কখনোই অন্যকে আঘাত করতে পারে না। তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও খেলাফত মজলিস সকলের জন্য। আমরা বিশ্বাস করি, একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে।”

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের ঘ্যানার বাজার মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বাবু ঠাকুরসহ শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

মাওলানা মিজানুর রহমান আরও বলেন, “গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ একটি জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে রিকশা প্রতীকের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী, মুফতি জাকারিয়া রহমান, হাফেজ মাওলানা আউয়াল, মাওলানা সরোয়ার হোসেন ও সাদেকুর রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

আসিফ

×