ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রথম ধাপে ভর্তির পর হাবিপ্রবিতে ফাঁকা আসন ৫৭৭

নিজস্ব প্রতিবেদক, হাবিপ্রবি

প্রকাশিত: ০০:৫৩, ২৪ মে ২০২৫; আপডেট: ০০:৫৪, ২৪ মে ২০২৫

প্রথম ধাপে ভর্তির পর হাবিপ্রবিতে ফাঁকা আসন ৫৭৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২১ ও ২২ মে, দুই কার্যদিবসে সম্পন্ন হওয়া এই ধাপে ভর্তি হয়েছেন ১,২১৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে মোট ১,৭৯৫টি আসনের বিপরীতে ভর্তি সম্পন্ন হয়েছে ৬৭.৮৫ শতাংশ, অর্থাৎ ৫৭৭টি আসন এখনও ফাঁকা রয়েছে।

ইউনিটভিত্তিক ভর্তি চিত্র

A ইউনিট (কৃষি ও প্রাণিসম্পদ)

এই ইউনিটে মোট আসন ছিল ৫৩৫টি, যার মধ্যে ভর্তি হয়েছে ৪২৪ জন শিক্ষার্থী। ভর্তি অনুপাতে ভর্তি হয়েছে প্রায় ৭৯ শতাংশ।

  • কৃষি অনুষদ: ৩০৫ জন (ফাঁকা ৭০টি)
  • ডিভিএম: ৫৮ জন (ফাঁকা ২২টি)
  • ফিসারিজ: ৬১ জন (ফাঁকা ১৯টি)

B ইউনিট (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ)
এই ইউনিটে মোট আসন ছিল ৭৪০টি। ভর্তি হয়েছে ৪৫১ জন, যা মোট আসনের ৬১ শতাংশ।

  • সিএসই: ৩৫ জন
  • ইসিই: ৩৭ জন
  • ইইই: ৩৩ জন
  • ফুড প্রসেসিং: ৩৮ জন
  • কৃষি প্রকৌশল: ৩১ জন
  • সিভিল: ২৮ জন
  • মেকানিক্যাল: ৩৮ জন
  • আর্কিটেকচার: ১৭ জন
  • রসায়ন: ৪৩ জন
  • পদার্থবিজ্ঞান: ৪৮ জন
  • গণিত: ৫২ জন
  • পরিসংখ্যান: ৫১ জন

C ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ)
মোট আসন ছিল ২৮০টি, ভর্তি হয়েছে ১৯৯ জন, যা ৭১ শতাংশ।

  • হিসাববিজ্ঞান: ৪৬ জন
  • ফিন্যান্স ও ব্যাংকিং: ৪৯ জন
  • ম্যানেজমেন্ট: ৪৫ জন
  • মার্কেটিং: ৫৯ জন

D ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
মোট ২৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ১৪৪ জন, যা ৬০ শতাংশ।

  • অর্থনীতি: ৫৩ জন
  • ইংরেজি: ৩৭ জন
  • ডেভেলপমেন্ট স্টাডিজ: ১৯ জন
  • সমাজবিজ্ঞান: ৩৫ জন

দ্বিতীয় ধাপের ভর্তি ২৮ ও ২৯ মে
প্রথম ধাপ শেষে আসন শূন্যতার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, প্রথম ধাপ শেষে মোট ৫৭৭টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তির জন্য আগামী ২৮ ও ২৯ মে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের অনলাইনে আবেদন ও ভর্তির নির্দেশনা দেওয়া হবে।
 

এসএফ

×