
ছবি: জনকন্ঠ
লক্ষ্মীপুরের রামগঞ্জে লামচর ইউনিয়নে ঐতিহাসিক পানপাড়া দিঘি। দিন যত যাচ্ছে, তত পাল্টে যাচ্ছে দিঘির চিত্র। দিঘিটির সংস্কার বা উন্নয়নে কোনো পদক্ষেপ না নেওয়ায় ধীরে ধীরে মৃত অবস্থা ধারণ করছে। প্রায় ১৫ বিঘা আয়তনের এ দিঘিটি বর্তমানে ময়লা-আবর্জনায় ভরপুর, হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য।
স্থানীয়রা জানান, দিঘির সৌন্দর্য রক্ষার্থে সংস্কারের সরকারিভাবে নির্দেশ থাকলেও বাস্তবায়নের তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এখানে মাছচাষ করতেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তারাই দিঘি ভরাটে জড়িত। ইতোমধ্যে দিঘির পাড় ভরাট করে গড়ে তোলা হয়েছে কয়েকটি দোকান ও আবাসিক প্লট।
জায়গাটি দখলের উদ্দেশ্যে চারিদিকে বালু ভরাট করে কংক্রিটের প্রাচীর ঘেরাসহ বাঁশ, পলিথিন ও বিভিন্ন আবর্জনা ফেলে পরিবেশকে আরও দূষিত করা হচ্ছে।
মুমু