
ছবি: সংগৃহীত
উইমেনস ওয়্যার ডেইলি ও সৌদি ফ্যাশন কমিশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রিয়াদে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাধিক সৃষ্টিশীল ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
জেনার আর্টিস্টিক ডিরেক্টর আলেসান্দ্রো সার্তোরিকে “ইন্টারন্যাশনাল ডিজাইনার অব দ্য ইয়ার” হিসেবে নির্বাচিত করা হয়। টড’স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর মাত্তেও তাম্বুরিনিকে “ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অব দ্য ইয়ার” পুরস্কার প্রদান করা হয়।
প্যাট্রিক তা বিউটি’র প্রতিষ্ঠাতা প্যাট্রিক তাকেও “ইন্টারন্যাশনাল বিউটি ইনোভেটর অব দ্য ইয়ার” হিসেবে সম্মাননা দেওয়া হয়, এবং গ্লো রেসিপিকে “ইন্টারন্যাশনাল বিউটি ব্র্যান্ড অব দ্য ইয়ার” পুরস্কার প্রদান করা হয়।
সৌদি ফ্যাশন কমিশনের পক্ষ থেকে আরও কয়েকজন সৌদি সৃজনশীল ব্যক্তি ও ব্র্যান্ডকেও পুরস্কৃত করা হয়।
রাওয়ান কাট্টোয়াকে “ফ্যাশন স্টাইলিস্ট অব দ্য ইয়ার” হিসেবে নির্বাচিত করা হয়, রায়ান নাওয়াভি পান “ফ্যাশন ফটোগ্রাফার অব দ্য ইয়ার” পুরস্কার, এবং কে এম এল (KML) “মেনসওয়্যার ব্র্যান্ড অব দ্য ইয়ার” হিসেবে স্বীকৃতি পায়।
তাছাড়া, আবাদিয়া পায় “উইমেনসওয়্যার ব্র্যান্ড অব দ্য ইয়ার”, চার্মালিনা পায় “জুয়েলারি ব্র্যান্ড অব দ্য ইয়ার” এবং “মডেল অব দ্য ইয়ার”-এর জন্য এলিট মডেল অনারারি অ্যাওয়ার্ড প্রদান করা হয় তালিদা তামের-কে।
পুরস্কার বিজয়ীদের নির্বাচন করেন একটি বিচারক প্যানেল, যেখানে ছিলেন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ল’ রোচ, আমান্ডা স্মিথ, বুরাক চাকমাক, জেভিয়ার রোমাতে, মোহাম্মদ আলদাব্বাগেহ এবং মাই বদর।
পুরস্কার গ্রহণকালে রাওয়ান কাট্টোয়া বলেন, “এই পুরস্কার আমার জীবনে অসাধারণ মূল্য বহন করে। এটি আমার একটি যাত্রার প্রতিনিধিত্ব করে, যা শুরু হয়েছিল একজন ফ্রিল্যান্সার হিসেবে… আমি আমার স্বামীকে ধন্যবাদ জানাই তার সহযোগিতার জন্য, আমার মা-বাবাকে তাদের প্রেরণার জন্য এবং সব সৃষ্টিশীল মানুষদের, যাঁদের জন্য এটি সম্ভব হয়েছে।”
KML-এর সহপ্রতিষ্ঠাতা আহমাদ হাসান বলেন, “এই প্রথমবারের মতো এমন একটি পুরস্কার পেয়ে আমরা অভিভূত… এটি আমাদের জন্য বিশাল ব্যাপার। নিজ দেশে স্বীকৃতি পাওয়া এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে।”
তিনি আরও বলেন, “আমরা এখানে জন্মেছি, এখানে বেড়ে উঠেছি, আর রিয়াদে আমাদের কাজকে সম্মান জানানো স্বপ্নপূরণের মতো। এই পুরস্কার আমাদেরকে আরও সাহস ও নতুনত্ব নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করছে।”
সৌদি আরবের উদীয়মান ফ্যাশন দৃশ্য নিয়ে তিনি বলেন, “এমন অনুষ্ঠানগুলো আমাদের দেশের অসাধারণ প্রতিভার সাক্ষ্য দেয়। এটি আমাদের সৃষ্টিশীলতা ধরে রাখতে ও শিল্পকে আরও উন্নত করতে উৎসাহিত করে।”
“আমরা আমাদের গল্প ফ্যাশনের মাধ্যমে বলার চেষ্টা করছি এবং এই প্রাণবন্ত শিল্পে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ,”—তিনি বলেন।
সূত্র: https://www.arabnews.com/node/2601839/lifestyle
এএইচএ