ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি!

প্রকাশিত: ২১:৪৬, ২৩ মে ২০২৫

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি!

ছবিঃ সংগৃহীত

সিন্ধুসহ অভিন্ন নদীর পানি ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। রাজস্থানে এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পাকিস্তানকে আর ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি দেওয়া হবে না।” এই হুঁশিয়ারি পাকিস্তানের প্রতি কঠোর বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

তবে মোদির এই বক্তব্যকে শুধু নির্বাচনী স্টান্ট বলেই অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, “শুধু ক্যামেরার সামনেই কি রক্ত গরম হয়?”

এদিকে, পাকিস্তানে সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্ব নতুন করে চর্চায় এসেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কটাক্ষ করে বলেন, “অসিম মনিরকে ফিল্ড মার্শাল নয়, রাজা ঘোষণা করা উচিত ছিল।” তিনি অভিযোগ করেন, পাকিস্তানে এখন চলছে ‘জঙ্গলের আইন’।

ভারতের প্রধানমন্ত্রী মোদির মন্তব্যকে “উসকানিমূলক” হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই দেশের এই কথার লড়াই দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ https://youtu.be/Fs7czaEiXvc?si=UueKr4OCJ0b5Hk3H

ইমরান

×