
ছবি: জনকণ্ঠ
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ মে) বিকাল ৪ টার দিকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফল পৌর শহরের পাবলিক মাঠের মুক্ত মঞ্চের সামনে থেকে কয়েকশ ছাত্র-জনতা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, শুভ চন্দ্র শীল, আয়েশা সিদ্দিকা, শাহানা আক্তার প্রমূখ।
বক্তারা অভিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোষর ইউওনও মোঃ আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন। দ্রুত তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হুমকি দেন।ইউএনও আমিনুল ইসলাম এর আগের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাকরীকালিন সময় নানা অনিয়ম- দুর্ণীতি করেন। ওই সময় তাকে নিয়ে বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ গত সোমবার (১৯ মে) ইউএনও মোঃ আমিনুল ইসলাম একটি অনুষ্ঠানে দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক শহিদুল হকের (এমরান হাসান সোহেল) সাথে অসদাচরণের কারণে তার অপসারণ দাবি করে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত হয়। সাংবাদিক সোহেল চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, ফুট প্রগ্রাম, এফপিএবি, দুদুক মিডিয়া অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার অর্জণ করেন। এর মধ্যে তিনি মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ৪ বার।
ইউএনও আমিনুল ইসলাম বাউফলে যোগদানের পর থেকেই নানা কর্মকান্ডে বিতর্কিত হয়ে উঠেন। ফোন রিসিভ না করা। তার অফিসে গেলে সদাচরণ না করাসহ নানা অনিয়ম-দুর্ণীতির সাথে জড়িয়ে বিতর্কিত হয়ে উঠেন।
এবিষয়ে তার সাথে কথা বলতে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
এসইউ