
ছবিঃ সংগৃহীত
শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান-আমেরিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরা হয়।
বাংলাদেশ, ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইনস, সাউথ কোরিয়াসহ বিভিন্ন দেশের শতাধিক এশিয়ান-আমেরিকান এতে অংশ নেন। অনুষ্ঠানে সুর, সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং চিত্রকলাসহ নানা বর্ণাঢ্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার প্রদর্শন করেন।
ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন জানান, এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসবে অংশগ্রহণকারী এবং দর্শকরা এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উৎসব এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটিগুলোর মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মারিয়া