ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান সেনাপ্রধানের পদোন্নতি: যাদের উৎসর্গ করলেন ‘ফিল্ড মার্শাল’

প্রকাশিত: ১০:০২, ২১ মে ২০২৫; আপডেট: ১০:০৪, ২১ মে ২০২৫

পাকিস্তান সেনাপ্রধানের পদোন্নতি: যাদের উৎসর্গ করলেন ‘ফিল্ড মার্শাল’

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীরকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে অসাধারণ কৌশলগত নেতৃত্ব এবং ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ ও ‘মার্কা-ই-হক’-এ বিজয়ের জন্য তাঁকে এই সর্বোচ্চ সামরিক মর্যাদায় ভূষিত করা হয়েছে বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘মার্কা-ই-হক ও অপারেশন বুনিয়ানুম মারসুসে সাহসিকতা, কৌশল ও নেতৃত্বের জন্য জেনারেল আসিম মুনীরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভা সর্বসম্মতভাবে অনুমোদন করেছে।’

এর আগে পর্যন্ত পাকিস্তানের মাত্র একজন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান এই মর্যাদা পেয়েছেন, যা ব্রিটিশ সেনাবাহিনীর আদলে সর্বোচ্চ সামরিক পদ।

পদোন্নতির প্রতিক্রিয়ায় সেনাপ্রধান বলেন, ‘এই সম্মান ব্যক্তি নয়, বরং পুরো জাতি ও সশস্ত্র বাহিনীর। আমি তা শহীদ ও প্রবীণ সেনাদের উৎসর্গ করছি।’

তিনি আরও বলেন, “জাতির যে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে এই পদে উন্নীত হয়েছি, তার জন্য লক্ষ লক্ষ ‘আসিম’ প্রাণ দিয়েছে।”

 

সূত্র: দ্য ডন।

রাকিব

×