
নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজেক্ট-এর উদ্যোগে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক ফিলিপ টেইলর।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, অধ্যাপক ড. রওনক জাহান, বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক (অব.) সিতারা বেগম।
এছাড়াও, ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা এই মেলায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের।
এবারের বইমেলায় প্রকাশিত হবে নতুন বই, আয়োজন থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রদর্শনী। মেলায় অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রকাশনা সংস্থা, লেখক ও শিল্পীরা।
সংগঠকরা জানিয়েছেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরাই এই বইমেলার মূল উদ্দেশ্য। নিউইয়র্কের জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বইমেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
নুসরাত