ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মিশিগানে মটর সিটি কেরাম টুর্নামেন্টের আয়োজন

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৪৫, ১৯ মে ২০২৫; আপডেট: ১২:২৩, ১৯ মে ২০২৫

মিশিগানে মটর সিটি কেরাম টুর্নামেন্টের আয়োজন

ছবি: জনকন্ঠ

শহর ও গ্রামাঞ্চল থেকে এক রকম বিলুপ্তির পথে বাংলাদেশের ঐতিহ্যবাহী কেরাম খেলা। তবে জনপ্রিয় এমন খেলা আবারো জাগ্রত করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। মিশিগানে বসবাসরত ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশীরা এমন উদ্দোগ হাতে নেয়ায় এখন উৎফুল্ল প্রবাসীরা।

একসময়ে স্বদেশে থাকা চৌকস খেলোয়াড়দের স্বপ্ন পূরণে আগামী ৫ এবং ৬ জুলাই মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মটর সিটি এসোসিয়েশন কতৃক ফাইনাল টুর্নামেন্ট-২০২৫।

এদিকে এমন প্রত্যাশা ও আয়োজনকে সামনে রেখে শনিবার (১৭ মে) রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতি সমাবেশ ও প্রীতি ম্যাচ।

মটর সিটি এসোসিয়েশন কেরাম টুর্নামেন্টের ব্যানারে আয়োজিত সমাবেশে আহুত ৫ এবং ৬ জুলাই অনুষ্ঠিতব্য উক্ত টূর্ণামেন্ট সফল করা নিয়ে বিশদ আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথিগণ।

এসময় সংশ্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ইকবাল হোসেন বলেন, উদিয়মান প্রবাসী ও স্বদেশী যুবক সহ নানান বয়সী মানুষকে কেরাম খেলায় উদবুদ্ধ  করতে আগামী ফাইনাল খেলায় বড় ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে শুধু মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য থেকেও একাধিক টীম অংশ নেবে। বিজয়ী ১ম,২য় ও ৩য় টীম গুলোর হাতে নগদ হাজার ডলারসহ মূল্যবান আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হবে।

এসময় উপস্থিত বেশ ক'জন কাউন্সিলম্যান, ব্যবসায়ী ফাইনাল খেলায় তাদের পক্ষ থেকে স্পন্সরসহ নগদ ডলার প্রদানের ঘোষণা দেন।

সমাবেশ শেষে এক প্রাণবন্ত প্রীতি কেরাম খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে হীমেল-শীতল হাওয়ার মাঝে  গরম সুস্বাদু গরুর মাংস ভুনা আর ডাল দিয়ে ভুড়ি ভোজে অংশ নেন সকলে।

বলাবাহুল্য, প্রিয় মাতৃভূমি স্বদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য এমনকি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলার ঐতিহ্যবাহী কেরাম খেলা আবারো পুনরুজ্জীবিত করাই সংশ্লিষ্ট এসোসিয়েশনের মূল লক্ষ্য।

মুমু

×