
পটুয়াখালীর কলাপাড়ায় পুরান ফেরিঘাট চৌরাস্তা এলাকায় মেইন সড়ক দখল করে তোলা হয়েছে দোকান পাট। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে অটোবাইকসহ বিভিন্ন যানবাহন টার্নিংয়ে। পৌরশহরের মূল সড়কে প্রবেশপথ চৌরাস্তায় এসব দোকান পাট তোলায় যানবাহনের ভোগান্তির পাশাপাশি খোদ সড়কটি দখল হয়ে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের প্রশস্ত এ সড়কটি এখন দোকান পাট গড়ে তোলায় সরু হয়ে গেছে। আন্ধার মানিক সেতুর নিচের মূল সড়কের এসব স্থাপনা আগে অপসারণ করা হয়েছে। কিন্তু আবার দখল করে দোকান পাট তোলা হয়েছে।
ইতিপূর্বে এখানকার সেতুর নিচের দোকান পাটে অগ্নিকাণ্ডের ঘটনায় সেতুর পাশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল লাইনের ক্ষতি হয়েছে।পথচারীসহ সাধারণ মানুষের দাবি, এসব দোকান পাট সেতুর নীচ থেকে অপসারণ করে সড়ক টি সঠিকভাবে যান চলাচলের উপযোগী করা হোক।
অটোচালক ইব্রাহীম হাওলাদার বলেন, ‘ রাস্তার উপর দোকান থাকলে মোড়ে যাত্রী নামানো-উঠানে যায় না। মোড় ঘুরতে যানজট লাগে।’
সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীকে মোবাইল করলে তিনি রিসিভ করেননি। তবে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম জানান, জনস্বার্থে তিনি বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
সজিব