ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস!

প্রকাশিত: ১৬:৫৩, ১৯ মে ২০২৫

প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস!

ছবি: সংগৃহীত

ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাস। তারা জানিয়েছে, ২০২৫ সালের চলমান আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, “ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসা অফিস নিয়মিত কাজ করছে। বর্তমানে ২০২৫ সালের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে।”

২০২৪ সালের অনিষ্পন্ন আবেদন নিয়েও দূতাবাস বলেছে, “বিগত বছরের পেন্ডিং ফাইলগুলোও পর্যায়ক্রমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিষয়ভিত্তিক অগ্রাধিকার অনুসরণ করে এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।”

দূতাবাস আরও জানায়, “শিশুদের সম্পর্কিত আবেদন ও মানবিক বিবেচনায় জরুরি কেসগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিছু আবেদন বিচারিক রায় ও আইনি দিক বিবেচনায় দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হয়েছে।”

সবশেষে আবেদনকারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলা হয়, “সবার প্রতি অনুরোধ, তারা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষায় থাকেন।”

 

 

 

ফারুক

×