ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদা না পেয়ে হুমকি, ‘১০ মিনিটের মধ্যে টাকা না দিলে তোকে হত্যা করা হবে’

মোঃ রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা।

প্রকাশিত: ২১:০৪, ১৯ মে ২০২৫; আপডেট: ২১:০৫, ১৯ মে ২০২৫

চাঁদা না পেয়ে হুমকি, ‘১০ মিনিটের মধ্যে টাকা না দিলে তোকে হত্যা করা হবে’

নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) পরিচয় দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা জেলা অফিসের উচ্চমান সহকারীর  কাছে চাঁদা দাবি করা হয়েছে। 

চরমপন্থীদের নিকট থেকে মোবাইল ফোনে হুমকি পেয়ে  গাইবান্ধা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের উচ্চমান সহকারী ১৯ মে দুপুরে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। 


খোঁজ নিয়ে জানা গেছে ১৮ মে বিকালে ০১৯৭৫৭৩৪৮৮৪ মোবাইল নং থেকে চরমপন্থী সংগঠন ‘সর্বহারা' পরিচয় দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের গাইবান্ধা জেলা অফিসের উচ্চমান সহকারী মোঃ শহীদুল ইসলাম সরকারকে ফোন দিয়ে তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে দুই লাখ টাকা দিতে অপারগতা জানালে চরমপন্থীরা দশ হাজার টাকা দাবি করেন। 


এরপর ১৯ মে বিকালে আবার তার ফোনে হুমকি দেয় ‘দশ মিনিটের মধ্যে টাকা না দিলে তোকে হত্যা করা হবে’। 

‘চাঁদা দাবিকারী ও হুমকিদাতারা জানায়, তাদের একজন লোক জেল হাজতে আছে তাকে বের করতে মামলা বাবদ ২০ লাখ টাকার প্রয়োজন, তাই আপনাকে ২ লাখ টাকা দিতে হবে । 

হুমকির শিকার গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উচ্চমান সহকারী মোঃ শহীদুল ইসলাম সরকার জানান, চরমপন্থী সর্বহারা দলের শিকদার বাহিনীর’ পরিচয় দিয়ে রবিবার বিকেলে থেকে তিন দফায় তার কাছে মোবাইল করে চাঁদা দাবি করা হয়। প্রথম দফায় ২ লাখ টাকা দাবি করে হুমকিদাতা। 


টাকা না পেলে ওই কর্মকর্তাকে হত্যার হুমকিসহ স্ত্রী ও সন্তানদেরকে মেরে ফেলা হবে বলেন জানায়। আমি নিজে ও আমার পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। 
 

এ বিষয়ে গাইবান্ধা সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম শাহীন জানান, আমরা অভিযোগ পেয়েছি। 


মোবাইল নাম্বার এর সুত্র ধরে আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে সনাক্ত করার চেষ্টা করছি। 


ওসি আরও জানান,  এ ঘটনায় বিচলিত  হবার কিছু নেই। মোবাইল ট্রাকিং করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাহফুজুর রহমান বলেন, আমি বিষয়টাও শুনেছি, আর এব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

রিফাত

×