
কার্লোস আলকারাজ
র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ইয়ানিক সিনারের জয়যাত্রা থামিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ। রোমের ফাইনালে নম্বর ওয়ানে ইতালিয়ানকে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা স্প্যানিশ তারকা। প্রথম সেটে জয়ের কাছে গিয়েও পারলেন না সিনার। আর দ্বিতীয় সেটে তাকে দাঁড়াতেই দিলেন না আলকারাজ। টানা ২৬ জয়ের পর হারের স্বাদ পেলেন সিনার।
ছেলেদের এককে এর আগে সিনার সর্বশেষ হেরেছিলেন গত অক্টোবরে এবং সেটাও আলকারাজের বিপক্ষেই, চায়না ওপেন ফাইনালে। এবার আরেক ফাইনালে তার বিপক্ষে হতাশ হতে হলো তিনটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সিনারকে। তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফেরেন সিনার। আশায় ছিলেন এখানে ১৯৭৬ আসরের বিজয়ী আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালিয়ান হিসেবে পুরুষ এককে চ্যাম্পিয়ন হওয়ার।
কিন্তু, প্রথম সেটে দুবার সেট পয়েন্টের দুয়ারে থেকেও দিক হারিয়ে ফেলেন সিনার। এরপর, টাইব্রেকে ওই সেট হারের পর আর কোনো লড়াই-ই করতে পারেননি তিনি। কোণঠাসা অবস্থা থেকে শেষ পর্যন্ত দাপুটে জয় পাওয়ায়, ম্যাচ শেষে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘প্রথম রোম শিরোপা জিততে পেরে আমি সত্যিই খুব খুশি। আশা করি, এটা শেষ হবে না।’ কঠিন সময় পেছনে ফেলে সিনারের ফিরে আসাকেও বিশেষ করে তুলে ধরেন ২২ বছর বয়সী আলকারাজ, ‘ইয়ানিককে তার সেরা অবস্থায় ফিরতে দেখে আমি অনেক খুশি।