
ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ফিরেছেন শুনেই মনে হতে পারে মি. অলরাউন্ডার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর ঝড়ো ব্যাটিং নিয়ে ফিরেছেন। না দেশের মাটিতে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের। ফিরেছেন কেবলই ক্রিকেটে। শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি টেন লিগে। প্রায় ছয় মাস পর মাঠে ফেরার সুযোগ হয়েছে সাকিবের।
পিএসএলে লাহোর কালান্দার্স নিজেদের গুরুত্বপূর্ণ সময়ে দলে ভিড়িয়েছে সাকিবকে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছু বিদেশী ক্রিকেটার দল ছেড়ে যাওয়ায় বিপাকে পড়েছিল লোহোর। এদিকে বাংলাদেশি রিশাদ আমিরাতে যোগ দিয়েছে বাংলাদেশ দলের সাথে। তাই গুরুত্বপূর্ণ সময়ে লাহোর তুলে নেয় অভিজ্ঞ সাকিবকে নিজেদের ডেরায়।
ছয় মাস পর ফেরা সাকিবের প্রথম ম্যাচটি ছিল লাহোরের বাঁচা মরার লড়াই। অলিখিত কোয়ার্টার ফাইনাল। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের পেশোয়ারকে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করেছে সাকিবের লাহোর। যদিও ফেরার ম্যাচে সাকিব ছিলেন একেবারেই অনুজ্জ্বল। নিজের চিরচেনা বল যেন বেইমানি করে বসে।
বৃষ্টি বাঁধায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচে, ১১তম ওভারে ব্যাট করতে নেমে বোল্ড আউট হয়ে শূন্য রানে ড্রেসিং রুমের পথ ধরেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ৩১তম গোল্ডেন ডাক পূরণ করলো এই অলরাউন্ডার। বোলিংয়ে এসে দুই ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিলেও দ্বিতীয় ওভারে এসে খরচ করেন ১৩ রান। শেষে পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করে সাকিবের লাহোর।
ঘরের মাঠে নিজের দেশের হয়ে ফেরা হয়নি। ফেরার ম্যাচেও আশানুরূপ প্রত্যাবর্তন হয়ে ওঠেনি। একসময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার! যেন ফেরা হইয়াও হইলো না ফেরা! সুযোগ পেলে পরের ম্যাচেই হয়তো ফর্মে ফিরে নিজের দিকে সব আলো কেড়ে নিবেন সাকিব। মানুষটা যে সাকিব, সবই সম্ভব।
আসিফ