ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আমি নাকি নরকে যাব, নরক বা পাকিস্তানের মধ্যে আমি নরকই পছন্দ করব: জাভেদ আখতার

প্রকাশিত: ০৬:০২, ২০ মে ২০২৫; আপডেট: ০৬:০৩, ২০ মে ২০২৫

আমি নাকি নরকে যাব, নরক বা পাকিস্তানের মধ্যে আমি নরকই পছন্দ করব: জাভেদ আখতার

ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার অভিযোগ করেছেন, তিনি সম্প্রতি ভারতের হিন্দু-মুসলিম উভয়পক্ষের চরমপন্থীদের কাছ থেকে অপমান ও গালিগালাজের শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেছেন, ‘যদি নরক আর পাকিস্তানের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে আমি নরকই পছন্দ করব।’

শনিবার মুম্বাইয়ে ভারতের মহারাষ্ট্রকেন্দ্রিক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘Narkatla Swarg’ (Heaven in the Swamp ‘নরকতলা স্বর্গ’)–এর প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন জাভেদ আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শারদচন্দ্র পাওয়ারসহ একাধিক রাজনৈতিক নেতা।

জাভেদ আখতার বলেন, ‘উভয় দিক থেকেই আমাকে গালিগালাজ করা হয়। কেউ আমাকে কাফির বলে, বলে আমি নাকি নরকে যাব। কেউ কেউ আমাকে জিহাদি বলে, বলে পাকিস্তানে চলে যেতে। যদি আমার কাছে কেবল দুটি বিকল্প থাকে — নরক বা পাকিস্তান, তবে আমি নরকেই যেতে পছন্দ করব।’

উল্লেখ্য, ২০১০ সালের ২২ মার্চ থেকে ২০১৬ সালের ২১ মার্চ পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন জাভেদ আখতার। তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাকে মনোনীত করেছিলেন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

রাকিব

×