ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসা শর্ত লঙ্ঘনে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে ভারতীয়রা

প্রকাশিত: ০৯:০৮, ২০ মে ২০২৫; আপডেট: ০৯:১১, ২০ মে ২০২৫

ভিসা শর্ত লঙ্ঘনে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে ভারতীয়রা

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি একটি কঠোর সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই সতর্কতা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতিমালার অংশ হিসেবে জারি করা হয়েছে। 

স্থানীয় সময় সোমবার (১৯ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেওয়া হয়েছে।ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এ ধরনের মানবপাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানকারী সকল বিদেশি নাগরিককে ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে ভিসা বাতিল, বহিষ্কার এবং ভবিষ্যতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। 

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, "যদি আপনি যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়সীমা অতিক্রম করেন, তবে আপনাকে বহিষ্কার করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।" এই সতর্কতা সকল অ-অভিবাসী ভিসাধারীদের জন্য প্রযোজ্য, যার মধ্যে ছাত্র, কর্মী এবং পর্যটক ভিসা অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এ আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র - US Embassy warns Indians of deportation and travel ban for v ..  ,permanent-ban-on-traveling-in-future-us-embassy-in-india-issues-fresh-warning-to-visa-holde

 

 

সা/ই

×