ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আয়ারল্যান্ডে ধনী হওয়ার মানে কী? জানুন জীবনযাত্রা,আয়,ব্যায় ও ভিসার সুযোগ-সুবিধা

প্রকাশিত: ১১:৫৯, ২০ মে ২০২৫; আপডেট: ১২:০৫, ২০ মে ২০২৫

আয়ারল্যান্ডে ধনী হওয়ার মানে কী? জানুন জীবনযাত্রা,আয়,ব্যায় ও ভিসার সুযোগ-সুবিধা

আকাশছোঁয়া পাহাড়, সবুজ উপত্যকা আর প্রাচীন কেল্টিক ঐতিহ্যে ঘেরা আয়ারল্যান্ড এখন শুধু পর্যটক নয়, বিদেশি পেশাজীবী এবং স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য। কিন্তু আয়ারল্যান্ডে ‘ধনী’ হওয়া বলতে আসলে কী বোঝায়? আয়ের গড় হার, খরচের ধরন, নেট সম্পদ এবং ভিসা সুযোগগুলো বিবেচনায় নিলে বোঝা যায় এই ‘এমারাল্ড আইল’-এ জীবনের মান কেমন।

যুক্তরাষ্ট্র থেকে কেন আয়ারল্যান্ডে যাওয়ার আগ্রহ বেড়েছে?
শেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর আমেরিকানদের মধ্যে বিদেশে চলে যাওয়ার গুগল সার্চ হঠাৎ করে অনেক বেড়ে যায়। সেসব সার্চের অনেকটাই ছিল আয়ারল্যান্ডকে ঘিরে। ইতিহাস, সংস্কৃতি, এবং আতিথেয়তার দিক দিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান বেশ ভালো। ২০২৪ সালে USA Today-এর ‘বিশ্বের সেরা দেশ’ তালিকায় আয়ারল্যান্ড ২৩তম, এবং CNTraveler-এর পাঠক র‍্যাংকিং-এ ৯ম। প্রযুক্তির রাজধানী ডাবলিন আর ঐতিহাসিক হুইস্কি ডিস্টিলারির সংমিশ্রণ এটিকে আরও আকর্ষণীয় করেছে।

আয়ারল্যান্ডে ধনীদের গড় আয় কত?
OECD-এর হিসাব অনুযায়ী, আয়ারল্যান্ডে একজন ব্যক্তির গড় বার্ষিক নেট ডিসপোজেবল ইনকাম (অর্থাৎ কর ও প্রয়োজনীয় খরচ বাদে হাতে থাকা আয়) প্রায় ২৯,৪৮৮ মার্কিন ডলার। যদিও এটি OECD-এর গড় মানের চেয়ে একটু কম, তবুও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় এটি বেশি।

২০২৩ সালে ইউরোনিউজের একটি সমীক্ষা অনুযায়ী, একজন নিঃসন্তান একক ব্যক্তির জন্য আয়ারল্যান্ডে বার্ষিক গড় আয় প্রায় ৪৮,৩০৬ ডলার,যা ইউরোপীয় গড়ের (৩১,৫৮৮ ডলার) তুলনায় অনেক বেশি। তবে আয়ের পার্থক্য অঞ্চলভেদে রয়েছে; যেমন ডাবলিনে আয় সবচেয়ে বেশি, আর ২০২৪ সালের এক প্রতিবেদনে ডানেগল ছিল সবচেয়ে কম আয়ের তালিকায়।

জীবনযাত্রার খরচ কত?
আয়ারল্যান্ডে জীবনযাত্রার খরচ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতোই, তবে ফ্রান্সের তুলনায় প্রায় ২.৫ শতাংশ বেশি। একজন একক ব্যক্তির জন্য মাসিক খরচ (ভাড়া ছাড়া) প্রায় ১,১১২ ডলার। তুলনামূলক কিছু 
দেশের তালিকা:

সুইজারল্যান্ড: $১,৬৫৯

যুক্তরাষ্ট্র: $১,১৬৬

জার্মানি: $১,১৩৯

আয়ারল্যান্ড: $১,১১২

যুক্তরাজ্য: $১,০৯৫

কানাডা: $১,০২৩

ফ্রান্স: $১,২০০

তবে ভাড়া যোগ করলে আয়ারল্যান্ডের অবস্থান অনেকখানি চড়া,ফ্রান্সের তুলনায় প্রায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাড়ার পরিমাণ তুলনামূলক হলেও, মুদিপণ্যের দামে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের চেয়ে প্রায় ১৫% বেশি।

আয়ারল্যান্ডে ধনীদের নেট সম্পদ কত?
২০২২ সালে প্রকাশিত "হাউসহোল্ড ফিনান্স অ্যান্ড কনজাম্পশন সার্ভে"-এর তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের শীর্ষ ১০% ধনীদের গড় নেট সম্পদ ৮৮১,০০০ ডলার (প্রায় ৭৮৮,৪০০ ইউরো)। অপরদিকে, নিম্ন ১০% পরিবারের সম্পদ মাত্র ১০০ ইউরো (প্রায় ১১১ ডলার)। সার্বিকভাবে গড় সম্পদের পরিমাণ প্রায় ২,৬৫,১০০ ইউরো।

গোল্ডেন ভিসা ও ডিজিটাল নোম্যাড ভিসার সুযোগ
পুরোদস্তুর ‘এক্সপ্যাট’ হয়ে নতুন দেশে বসবাস করা যেমন ব্যয়বহুল, তেমনি কাগজপত্রের ঝামেলাও থাকে। তাই অনেকে প্রথমে ঘুরতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নেন। আয়ারল্যান্ডে থাকতে চাইলে প্রথমে একটি ওয়ার্ক পারমিট পেতে হবে, এরপরেই স্বল্প বা দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করা যাবে।

যারা কৃষি, স্বাস্থ্যসেবা বা উচ্চ চাহিদার পেশায় কাজ করেন, তারা দ্রুত ভিসা পান। সাধারণ কাজের ক্ষেত্রেও বছরে ন্যূনতম ৩০,০০০ ইউরোর চাকরি হলে পারমিট পাওয়া সম্ভব। ধনী অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্যও বিশেষ ভিসার সুযোগ রয়েছে।

এছাড়া, মার্কিন নাগরিকরা ছাত্র বা সদ্য গ্র্যাজুয়েট হলে ওয়ার্কিং হলিডে ভিসা নিয়ে এক বছর থাকতে পারেন। যদি আপনার দাদা-দাদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন, তবে আয়ারিশ সিটিজেনশিপ পাওয়ার যোগ্যতাও থাকতে পারে।


আয়ারল্যান্ডে ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালান্স নয়,এটি মানে একটি উন্নত জীবনযাপন, সমৃদ্ধ সংস্কৃতির অংশ হওয়া এবং একটি মানবিক সমাজে নিজের জায়গা করে নেওয়া। প্রতিযোগিতামূলক আয়, তুলনামূলকভাবে সহনীয় খরচ, এবং ভিসা ও নাগরিকত্বের সুযোগ,সব মিলিয়ে এটি এক আদর্শ ‘লাইফস্টাইল ডেস্টিনেশন’।

আপনি যদি প্রযুক্তিনগরী ডাবলিনে ক্যারিয়ার গড়তে চান, কিংবা পশ্চিম উপকূলের প্রকৃতির মাঝে সৃজনশীল জীবন খুঁজে নিতে চান,আয়ারল্যান্ড হতে পারে আপনার নতুন ঠিকানা।

 

 


সূত্র:https://tinyurl.com/2y7yw2nn

আফরোজা

×