ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্ধু রাষ্ট্রগুলো সরিয়ে নিচ্ছে সমর্থন, নতি স্বীকার করলেন নেতানিয়াহু

প্রকাশিত: ১৮:৩৮, ২০ মে ২০২৫

বন্ধু রাষ্ট্রগুলো সরিয়ে নিচ্ছে সমর্থন, নতি স্বীকার করলেন নেতানিয়াহু

ছবি:সংগৃহীত

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে, এ কথা সরাসরি স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাঝেই তিনি ঘোষণা দিয়েছেন, পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে নেওয়ার পরিকল্পনা চলছে।

 

 

নেতানিয়াহু বলেন, হামাসের প্রতিরোধ সত্ত্বেও ইসরাইল ধাপে ধাপে গাজার প্রতিটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তিনি যুক্তি দেন, “হামাস যাতে মানবিক সহায়তা লুট করতে না পারে, তা নিশ্চিত করতেই পুরো গাজা আমাদের দখলে নিতে হবে। এটাই আমাদের যুদ্ধ এবং বিজয় পরিকল্পনা।”

তবে যুদ্ধ পরিস্থিতি যে জটিল হয়ে উঠেছে, তা অকপটে স্বীকার করেছেন তিনি। জানান, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সম্মুখে পড়ে আইডিএফ সেনারা গাজা উপত্যকায় তীব্র সংঘর্ষের সম্মুখীন হচ্ছে। এর মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিসে আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বাঁচার আশায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া হয়ে ছুটে বেড়াচ্ছে অসংখ্য ফিলিস্তিনি।

 

 

গাজায় বর্তমানে সীমিতভাবে ত্রাণ প্রবেশের সুযোগ রাখা হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, আন্তর্জাতিক চাপের মুখে পড়েই ইসরাইল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “বন্ধু রাষ্ট্রগুলোর চাপের কারণে আমাদের পিছু হটতে হয়েছে, যদিও তা আমাদের কৌশলগত সিদ্ধান্ত নয়।”

তীব্র মানবিক সংকট এবং বেসামরিক হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর অনেক পশ্চিমা দেশ ইসরাইলের প্রতি সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলেও স্বীকার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “যারা এতদিন আমাদের নির্দ্বিধায় অস্ত্র এবং সমর্থন দিয়ে আসছিল, তারাও এখন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দুর্দশা দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কাছে এই মানবিক সংকট মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।”

 

 

 

তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও, বোঝা যায় দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর মনোভাবেও পরিবর্তন এসেছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিশ্ব নেতারা গাজার বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই এ অবস্থার তুলনা করছেন ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে।

 

 

মিত্রদের মনোমালিন্য এবং আন্তর্জাতিক সমালোচনার মুখেও গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি নেতানিয়াহু। বরং তিনি এই পরিকল্পনাকে আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন।

এদিকে ফিলিস্তিনি জনগণের দুর্দশা দিনদিন চরমে পৌঁছাচ্ছে। খাবার, ওষুধ, পানি এবং নিরাপত্তাহীনতার মধ্যে ফিলিস্তিনিরা বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে পড়েছে।

 

আঁখি

×