ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে কী বললেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ২৩:২৩, ২০ মে ২০২৫; আপডেট: ২৩:২৪, ২০ মে ২০২৫

নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে কী বললেন নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। সে কারণে কমিশনকে পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি, এবং তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। আমরা কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না।”

তিনি আরও বলেন, “নতুন স্থানীয় সরকার নির্বাচন হলে সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা নাগরিক সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখতে পারবে। আগের অনেক নির্বাচন অবৈধ ছিল, এবং সেই নির্বাচন থেকে উঠে আসা প্রার্থীদের স্বার্থরক্ষামূলক আচরণ সংকট সৃষ্টি করেছে। সেখান থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে জাতীয় নির্বাচনকেই আলোচনা কেন্দ্র করে তোলা হয়েছে। তবে এনসিপি কখনও জাতীয় নির্বাচনের বিরোধিতা করেনি। তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা দিয়েছেন, আমরা তাতে একমত। তবে আমরা বলেছি, নির্বাচনের আগে বিচার ও সংস্কার জরুরি এবং গণপরিষদ নির্বাচনও এই সময়ের মধ্যেই হওয়া উচিত।”

নাহিদ আরও দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনের দাবি নতুন নয়, এনসিপি আগে থেকেই এই দাবি জানিয়ে আসছে। বর্তমান নির্বাচন কমিশনের অসক্ষমতা ও পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে ইতিপূর্বেও প্রশ্ন তোলা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে—এমন দাবিও আমরা করছি না। তবে তারিখ ঘোষণা করে সকলকে আশ্বস্ত করার পর, স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া যেতে পারে। এতে জাতীয় নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি হবে, এবং নির্বাচন কমিশনের সক্ষমতাও যাচাই হবে।”

সরকার বা প্রশাসন কোন দলের পক্ষ নেবে না উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান সরকার একটি অন্তর্বর্তী সরকার, জনগণের পক্ষে অবস্থান নেয়াই তার কাজ। রাজনীতিকদের অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে, সরকারের উচিত তা তদন্ত করা এবং মিথ্যা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া।”

বিএনপির স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্বৈত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, “যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে বলেই নির্বাচন না চায়, তাহলে জাতীয় নির্বাচনে পরিস্থিতি আরও জটিল হবে। দীর্ঘদিন ধরে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি।”

সংক্ষিপ্ত বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ। এ নির্বাচন দেশের মানুষকে আস্থা ফিরিয়ে দেবে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করবে।”

তথ্যসূত্রঃ https://youtu.be/wQGU7ktIQeI?si=Lo1lclZRARTdbDcT

মারিয়া

×