ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চগড়ে ফসলি জমির মাটি কেটে বালি, পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:২০, ২০ মে ২০২৫; আপডেট: ২৩:২১, ২০ মে ২০২৫

পঞ্চগড়ে ফসলি জমির মাটি কেটে বালি, পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহণের দায়ে ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই  কারাদণ্ড  প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে  কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়। দণ্ডাদেশ প্রাপ্ত ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহণ করছিলেন ইয়াকুব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এ সময় এঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় এক মাসের বিনাশ্রম  কারাদণ্ড  প্রদান করা হয়।

আসিফ

×