
ছবি: সংগৃহীত
ইছামতি নদীর দখল ও দূষণ রোধ করে নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদী প্রেমি জনগন। মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে দাঁড়িয়ে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে তাঁরা এ মানববন্ধন করেন।
পরে তাঁরা নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বারবর একটি বিশেষ স্মারকলিপি প্রদাণ করেন।
স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করে বলেন, নবাবগঞ্জের প্রাণ ইছামতি নদীটি বর্তমানে মারাত্মক দূষণ ও অব্যবস্থাপনার শিকার। এক সময়ে এলাকার মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ইছামতি নদী। কিন্তু অবৈধ দখল, শিল্প বর্জ্য, প্লাস্টিক ও আর্বজনা ফেলার কারণে এখন নদী অস্তিত্ব সংকটে পড়েছে।
এর ফলে নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি নদীর সব ধরণের মাছ মরে ভেসে উঠছে। এতে আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অনেক স্থানে নদী সংকুচিত হয়ে গেছে যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। জীব-বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।
মানববন্ধনে স্থানীয় প্রায় কয়েকশ’ জেলে, শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র সহ উপজেলার প্রায় সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেন।
আলীম