ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে বক্তব্যকে ‘ননসেন্স’ বললেন খামেনি

প্রকাশিত: ০৫:২৫, ২১ মে ২০২৫

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে বক্তব্যকে ‘ননসেন্স’ বললেন খামেনি

ছবি: সংগৃহীত

‘ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ হতে দেওয়া যাবে না’ যুক্তরাষ্ট্রের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে খামেনি বলেছেন, ‘“আমরা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ হতে দেব না’ বলাটা বোকামি। এখানে কেউ অন্যের অনুমতির অপেক্ষায় নেই।” তিনি আরও যোগ করেন, আলোচনা ফলপ্রসূ হবে কিনা তাও তিনি জানেন না।

এপ্রিলের মাঝামাঝি থেকে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনার চার দফা পরবর্তী রাউন্ড, যা রোমে হওয়ার কথা ছিল, তা অনিশ্চিত হয়ে পড়েছে।

২০১৫ সালের পরমাণু সমঝোতা পরিত্যক্ত করে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরুজ্জীবিত হয়েছে। গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা দ্রুত অগ্রসর না হলে ‘খারাপ কিছু ঘটবে’।

তেহরান নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। তবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত-রাভানচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানকে দেশীয় ইউরেনিয়াম সমৃদ্ধি থেকে বিরত থাকতে বলে, তাহলে আলোচনাগুলো ব্যর্থ হবে।

ইরান বর্তমানে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ, যা ২০১৫ সালের চুক্তির ৩.৬৭ শতাংশ সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু ৯০ শতাংশ যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন, তার নিচে। ইরান বারবার বলেছে যে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং ‘আলোচনার আওতায় নয়।’

 

সূত্র: আল জাজিরা

রাকিব

×