
ছবি: সংগৃহীত
জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি মন্তব্য করেন যে, তিনি চাল কেনেন না কারণ তার সমর্থকরা তাকে এত বেশি চাল উপহার দেন। মূল্যস্ফীতির মাঝে এই মন্তব্য সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। সরকার সূত্র জানায়, তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি।
বুধবার (২১ মে) তিনি পদত্যাগ করেছেন। এদিকে, জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্কবিষয়ক আলোচনায় নমনীয়তা দেখানোর পরিকল্পনা করছে, জানায় সংশ্লিষ্ট সূত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অনীহার কারণে জাপান এখন সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের দাবি থেকে সরে এসে কম হারে শুল্ক মেনে নেয়ার কথা ভাবছে। জাপানের প্রধান আলোচক রিওসেই আকাজাওয়া শুক্রবার তৃতীয় দফার বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
অর্থনৈতিক দিক থেকে জাপান এপ্রিল মাসে ১১৫.৮ বিলিয়ন ইয়েন (প্রায় ৮০২ মিলিয়ন ডলার) বাণিজ্য ঘাটতি নথিভুক্ত করেছে, সরকারি তথ্য অনুযায়ী। এই সময় রপ্তানি ২.০ শতাংশ বেড়েছে, তবে আমদানি কমেছে ২.২ শতাংশ।
চীন থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি এপ্রিল মাসে ৭০ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০১১ সালের পর সর্বনিম্ন। চীনা কাস্টমস তথ্য অনুযায়ী, অ্যাপলের আইফোনসহ সব মিলিয়ে রপ্তানি হয়েছে মাত্র ৬৮৮.৫ মিলিয়ন ডলারের, যা বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র-চীন শুল্ক দ্বন্দ্বের প্রতিফলন।
কোভিড-১৯ পরবর্তী সময়ে জাপানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা ১.৫ গুণ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৮৯,১৭৯ জন শিক্ষার্থী বিদেশে পড়তে গেছে। তবে এই সংখ্যা ২০১৮ সালের শীর্ষ চূড়ার চেয়ে এখনো ২৬,০০০ কম।
যুক্তরাষ্ট্রের উপর উচ্চ শুল্কের কারণে ইউ.এস. স্টিল অধিগ্রহণ জাপানি প্রতিষ্ঠান নিপ্পন স্টিলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বলছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান তাকাহিরো মোরি। যদি ১৪.১ বিলিয়ন ডলারের এই চুক্তি কার্যকর হয়, তবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বাড়াবে।
ইউক্রেনীয় প্রতিরক্ষা স্টার্টআপদের পাশে দাঁড়াল জাপানি ই-কমার্স জায়ান্ট রাকুতেন। প্রতিষ্ঠানটি ইউক্রেন সরকারের ব্রেভ১ সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করবে এবং তাদের প্রযুক্তি প্রদর্শনীর জন্য জাপানে ডিএসইআই প্রতিরক্ষা বাণিজ্য মেলায় সুযোগ করে দেবে।
জাপান ও বুলগেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভের মধ্যে টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়।
সূত্র: https://shorturl.at/9m894
মিরাজ খান