
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। চীন বলছে, তারা দুই দেশের মধ্যে বিরোধ সমাধানে সংলাপের মাধ্যমে পদক্ষেপ নিতে উৎসাহিত।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠকে বলেন, "চীন সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থের প্রতি পূর্ণ সমর্থন জানায়।" তিনি পাকিস্তানকে "অলওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনার" হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, পাকিস্তান-চীন সম্পর্কের ভবিষ্যৎ এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) ২.০ নিয়ে আলোচনা করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন।
ইশাক দার চীনের দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
এই সফরের অংশ হিসেবে, দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়ে একমত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দার বেইজিংয়ে আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির সঙ্গে বৈঠক করেন। তারা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তানে সম্প্রসারণ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী বৈঠক কাবুলে অনুষ্ঠিত হবে।
এই সফরটি পাকিস্তান ও চীনের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসইউ