ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:৫৮, ২১ মে ২০২৫

নেত্রকোনায় ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারুন অর রশিদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত দেড়টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেচন্দুরী মধ্যপাড়া গ্রাম থেকে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, পেচন্দুরী গ্রামের আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে হারুন অর রশিদ ওরফে মাসুদ রানা কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকবপুর আলিম মাদ্রাসার শিক্ষকতা করেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে এসআই শফিউল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আসিফ

×