ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

“গাড়ি থেকে নেমে হাঁটা, রিকশা, আবার হাঁটা!” — রাজধানী আন্দোলনের জ্যামে ঢাকা: পিয়া জান্নাতুল

প্রকাশিত: ১৮:৫৯, ২১ মে ২০২৫; আপডেট: ১৯:০১, ২১ মে ২০২৫

“গাড়ি থেকে নেমে হাঁটা, রিকশা, আবার হাঁটা!” —  রাজধানী আন্দোলনের জ্যামে ঢাকা: পিয়া জান্নাতুল

ঢাকার প্রতিটি রাস্তার মোড় যেন এখন কোনো না কোনো আন্দোলনের কবলে। একের পর এক প্রতিবাদের কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে জ্যাম এবং যানজটের মাত্রা দিনদিন বেড়ে চলছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

এই অবস্থায় নিজের ভোগান্তি প্রকাশ করলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গত ২১ মে একটি ছবি এবং রাজধানীর সড়কের ভয়াবহ ট্রাফিক পরিস্থিতির ভিডিও শেয়ার করেছেন। পোস্টে পিয়া লিখেছেন, “ঢাকায় সবসময়ই ট্রাফিক জ্যাম থাকে, কিন্তু এখন পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে বারবার ভেবে নিতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম, সময়ের হিসেব রাখা যায় না।”তিনি আরও জানান, “আমার র‌্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! রাস্তায় দাঁড়িয়ে থাকা যেন আমাদের নতুন কাজ হয়ে গেছে। গাড়িতে বসে ঘন্টা কাটাচ্ছি, আগে বাসা থেকে বেরিয়ে সরাসরি গাড়ি চালাতাম, এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে হেঁটে, তারপর রিকশা ধরতে হচ্ছে, আবার কোথাও বাইক পাচ্ছি না, তাই অনেক সময় আবার হাঁটতেই হচ্ছে। কাজের জন্য ঠিকঠাক পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। কাজের আগে এতটা সংগ্রাম করে যখন পৌঁছাই, তখন কাজ করার মন থাকে না।”ঢাকার বাসিন্দাদের জীবনযাত্রায় এই আন্দোলন-ভিত্তিক যানজট একটি বড় সমস্যা হিসেবে দাড়িয়েছে। আর এর প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন কাজ ও কর্মে।

রাজু

×