ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ছক্কার ঝড় তুলে স্বাগতিকদের দলে ফারহান, নেই বাবর-রিজওয়ান-আফ্রিদি লাহোরে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু ২৮ মে

পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ২২ মে ২০২৫

পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা

বাংলাদেশের পেসার নাহিদ রানা ও পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান (ডানে)

পাকিস্তান ক্রিকেটে সাহিবজাদা ফারহান নতুন কেউ নন। ২০১৮ সালের জুলাইয়ে টি২০ অভিষেকের পর খেলেছেন ৯টি ম্যাচ। তবে ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার নতুন করে আলোচনায় এসেছেন দেশটির ঘরোয়া টি২০ কাপ দিয়ে। মাত্র ৭ ম্যাচেই ৪০টি ছক্কা হাঁকিয়ে তোলপাড় ফেলে দেওয়া সাহিবজাদাকে ফিরিয়ে বুধবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের পর এবার জায়গা হারিয়েছেন আরেক বড় তারকা শাহিন শাহ আফ্রিদি। অধিনায়ক যথারীতি সালমান আলি আগা। ওদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে এদিনই সিরিজের সূচি প্রকাশ করেছে পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া পূরণ করে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নামিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। বুধবার প্রথম ম্যাচ, পরের দুটি ৩০ মে ও ১ জুন। সব ম্যাচই হবে লাহোরে।
এদিকে শেষ মুহুর্তে পাকিস্তান সফরের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাহিদ রানা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল থেকে ফিরে আসা তারকা পেসার এখনো সম্ভবত সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। তবে নাহিদ না গেলেও পাকিস্তানে যাবেন পিএসএল থেকে ফিরে আসা আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।

৯ ম্যাচে ৯.৫৫ গড়ে স্রেফ ৮৬ রান। সাত ম্যাচে আউট দু’অঙ্ক ছোঁয়ার আগেই। পাকিস্তানের জার্সিতে সাহিবজাদার পারফরম্যান্স। তবে সেই ৯ ম্যাচকে ভুলিয়ে দিয়েছেন তিনি এই বছর, যখন ঘরোয়া ক্রিকেটে ৯ ম্যাচের মধ্যে করেছেন ৪ সেঞ্চুরি! রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দেওয়া সেই ব্যাটসম্যান জায়গা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে। বড় খবর অবশ্য শাহিন শাহ আফ্রিদির বাদ পড়া। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই টি২০তে নতুন পথচলা শুরু করেছে পাকিস্তান।

সেই সফরে বাদ পড়েছিলেন সাবেক দুই অধিনায়ক- বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফেরানো হয়নি বাংলাদেশের বিপক্ষেও। সেই ধারাবাহিকতায় এবার জায়গা হারালেন তারকা পেসার আফ্রিদিও। নিউজিল্যান্ডের হাইপ্রোফাইল কোচ মাইক হেসন পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর এটিই তার ঘোষিত প্রথম দল। তিনিও হয়ত ভবিষ্যতের ভাবনাটাই বেশি গুরুত্ব দিচ্ছেন।

বাঁহাতি এই পেসারের পাশাপাশি জায়গা পাননি আরেক অভিজ্ঞ পেসার হারিস রউফও। অবিশ্বাস্যভাবে, নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডের ৮ জন জায়গা পাননি। আফ্রিদি ছাড়াও বাদ পড়েছেন ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহান্দাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। সাহিবজাদা ছাড়াও দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মাদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব।

দলে ফেরা অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর চলতি পিএসএলে ১৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৩৬৯ রান। পেসার নাসিম শাহ ও ওপেনার সাইম আইয়ুব খুব ভালো ফর্মে না থেকেও ফিরেছেন দলে। লিটন দাসের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত সফরে শারাজায় গতকাল শেষ টি২০ খেলা। বাংলাদেশ আজ বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে।

এরপর রবিবার তারা রওনা হবে লাহোরের পথে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পিএসএল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের সিরিজটাও পিছিয়ে যায়। বাংলাদেশের অনুরোধে সিরিজ নেমে আসে তিন ম্যাচে। যাতে ১ জুন শেষ ম্যাচ খেলে দেশে এসে ঈদ করতে পারেন ক্রিকেটাররা। 
পাকিস্তান টি২০ দল : সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

×