ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হামজাদের খেলা দেখতে লাগবে কমপক্ষে ৪০০ টাকা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ২২ মে ২০২৫

হামজাদের খেলা দেখতে লাগবে কমপক্ষে ৪০০ টাকা

জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচ দেখার টিকিট পেতে উন্মুখ হয়ে আছেন দর্শকরা

বাংলাদেশের ফুটবলে এখন সাজ সাজ রব। সবখানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কারণ আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সামিত সোমের। তাদের খেলা দেখতে হলে একজন দর্শককে কমপক্ষে ৪০০ টাক খরচ করতে হবে। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।
তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। টিকিটের বিষয়টি দেখভাল করা বাফুফের কম্পিটিশন্স কমিটি বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, আগামী শনিবার থেকে অনলাইনে টিকিট ছাড়ার কথা। tickify.live - এই অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে শনিবার দুপুর ১২টা থেকে।

প্রেসিডেন্ট বক্স বরাদ্দ থাকছে আমন্ত্রিত অতিথিদের জন্য। হসপিট্যালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। ভিআইপি রেড বক্সের টিকিট ৪ হাজার টাকা। ভিআইপি-২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ও ভিআইপি-৩ (রেড বক্সের নিচে), ক্লাব হাউজ-১-এর প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার করে। স্কাই ভিউ-এর প্রতিটি টিকিট পেতে সমর্থকদের গুনতে হবে তিন হাজার টাকা।

এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকিটের দাম দুই হাজার টাকা করে। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির টিকিটের। মূল্য ৪০০ টাকা করে। বর্তমানে সংস্কার চলা জাতীয় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২২ হাজারের কিছু বেশি। ভারতের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। ‘সি’ গ্রুপে চার দলেরই এ মুহূর্তে পয়েন্ট সমান ১ করে।
একসময় ৫০ টাকার টিকিটেও যে ফুটবল স্টেডিয়ামের গ্যালারি ভরত না, মাইকিং করেও দর্শক টানতে হিমশিম খেতে হতো, সেই দেশের ফুটবলে এখন নতুন জোয়ার। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী, কানাডাপ্রবাসী সামিত সোমদের মতো প্রবাসী ফুটবলারের আগমন বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। তাদের ঘিরে এখন সমাজের সর্বস্তরে ফুটবল নিয়ে আলোচনা। আর এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ।

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে সরাসরি মাঠে বসে দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে টিকিটের অপেক্ষায় আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়েও টিকিটের জন্য অসংখ্য ফোন আসছে। টিকিটের এই আকাশচুম্বী চাহিদা বাফুফে কর্তাদেরও চিন্তায় ফেলে দিয়েছে।

×