ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

ডি ব্রুইনা’র অশ্রুসিক্ত বিদায়

সুমাইয়া নৌমি, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ১৯:০৭, ২১ মে ২০২৫

ডি ব্রুইনা’র অশ্রুসিক্ত বিদায়

"হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম 
রাঙালে এ কি রঙে উদয়-ঊষার সম 
ঝ'রে পড়ুক তব পায়ে আমার এই জীবন-মুকুল।”
ঠিকই ধরেছেন, বলছি কেভিন ডি ব্রুইনার কথা। বেলজিয়ান তারকা এই ফুটবলার তার ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলে ফেলেছেন শেষ ম্যাচটি। ফলে ক্লাবটির সঙ্গে ব্রুইনার প্রায় দশ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে এখানেই। 
ছিলেন সিটির সেরা মিডফিল্ডারদের একজন। বলা হতো মিডফিল্ড মায়েস্ট্রো। কেমন ছিল তার বিদায় বেলার মঞ্চ!

বিদায় দিনে প্রিয় ক্লাবের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলেছেন সিটির ডেরায় ইতিহাদ স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার সমর্থকের সামনে। স্বভাবতই দিনটি স্মৃতির পাতায় বহুদিন উজ্জ্বল হয়ে থাকবে কেভিন ব্রুইনার। বিদায় দিনে তার ক্লাবও ম্যাচটি জিতেছে ৩-১ গোলে প্রতিপক্ষ বোর্নেমাউথের বিপক্ষে। যদিও একটি গোলের সুযোগ মিস করেছেন ব্রুইনা। তবে বিশেষ দিনে এইসব কি মনে রাখলে চলে! ম্যাচ শেষে গোটা দল ‘গার্ড অব অনার’ দেয় তাদের অনেক বিজয়ের নায়ক কিং কেভিনকে। 

বিদায় দিনে বাবাকে সাহস দিতে, শেষ ম্যাচটি উপভোগ করতে এসেছিলো সন্তানরা, পাশে ছিল স্ত্রী - পরিবার। সেখানে কেঁদেছেন ব্রুইনা, কেঁদেছেন দর্শকরা, অভিবাদনে অভিবাদনে ভরিয়ে তুলেছে বিদায় মঞ্চ।  জায়ান্ট স্ক্রিনে স্মৃতিময় মূহুর্তগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারেননি কোচ গুয়ার্দিওলাও।
ব্রুইনা বলেন, “ক্লাবের হয়ে সব জিতেছি, এখন ক্লাব বড় হচ্ছে, আরও এগিয়ে যাবে। আমার একটা মূর্তি তৈরি হবে ক্লাবে, এর অর্থ আমি সারাজীবন এই ক্লাবের অঙ্গ হিসেবেই থাকব। আমি যখনই আসব এখানে, দেখতে পাব যে আমি সর্বদাই এখানে রয়েছি সবার কাছে।” 

এই মৌসুম দিয়েই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ব্রুইনার। এপ্রিলেই তিনি ঘোষণা দিয়েছিলেন মৌসুম শেষে নিজের ক্লাব ছাড়ার কথা। এক যুগ সার্ভিস দেওয়া ক্লাবের থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় কিছুটা অভিমানও জমেছিল ব্রুইনার। 
তবে বিদায় দিনে সব আক্ষেপ দূরে সরিয়ে কথা দিলেন ফিরে আসার। “আমি এখান থেকে প্রচুর বন্ধু পেয়েছি, তাই আমি নিশ্চয় আবারও ফিরব এখানে।” 
৩৩ বছর বয়সী এই কিংবদন্তি মিডফিল্ডার এখনও নিজের পরবর্তী গন্তব্য স্থির করেননি।
২০১৫ সালে উলফসবার্গ থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছিলেন ডি ব্রুইনা।

সাব্বির

×