
ছবি: সংগৃহীত
স্পেনের বিলবাওর সান মামেস স্টেডিয়ামে গত বুধবার অনুষ্ঠিত ইউরোপা লিগ ফাইনালে টটেনহ্যাম হটস্পার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৭ বছর পর প্রথম বড় ট্রফি জিতে ইতিহাস রচনা করেছে।
টটেনহ্যাম অধিনায়ক সন হুয়াং-মিন ট্রফি হাতে তুলে নেয়ার মুহূর্তে খেলোয়াড় এবং সাদা পোশাকধারী তাদের সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ বইছিল। ২০০৮ সালের পর প্রথমবার এবং ১৯৮৩-৮৪ সিজনের পর প্রথমবার ইউরোপীয় টুর্নামেন্টে শিরোপা জয় করলো নর্থ লন্ডনের এই ক্লাব।
ম্যাচের প্রথমার্ধ বেশ নৈর্ব্যক্তিক ছিল, দুই দলই গেম নিয়ন্ত্রণ করতে পারেনি এবং বিশেষ গোলের সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু হাফ টাইমের আগে ব্রেনন জনসন পেপ সারের ক্রস থেকে গোল করেন যা ম্যানইউর প্রতিরক্ষা ভুলের সুযোগ নিয়ে এল। জনসনের গোল টটেনহ্যাম সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে, আর রেড ড্রেস পরা ইউনাইটেড সমর্থকরা হতাশ হয়েছিলেন।
দ্বিতীয়ার্ধে ম্যানইউ আক্রমণ বাড়ালেও, টটেনহ্যামের মিকি ভ্যান ডি ভেন একটি অসাধারণ স্কিসর কিক ক্লিয়ারেন্সের মাধ্যমে গোল হওয়া থেকে দলকে রক্ষা করেন। গোলরক্ষক গুগলিয়েমো ভিকারিও আরও দুটি দুর্দান্ত সেভ করে সাফশিট রক্ষা করেন।
এই জয়ে টটেনহ্যাম পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল, যদিও তাদের প্রিমিয়ার লিগ পারফরম্যান্স অনেকটাই হতাশাজনক ছিল। টটেনহ্যাম এখন টেবিলের ১৭তম অবস্থানে, আর ম্যানচেস্টার ইউনাইটেড ১৬তম স্থানে রয়েছে।
ব্রেনন জনসন ম্যাচ শেষে বলেন, “আমার কাছে এটা অসাধারণ আনন্দের মুহূর্ত। এই মৌসুম আমাদের জন্য ভালো যায়নি, কিন্তু এই ট্রফি সব ভুলিয়ে দেয়। ১৭ বছর পর এই ক্লাবের জন্য জয়। সমর্থকদের জন্য খুবই বড় ব্যাপার।”
এছাড়া সন হুয়াং-মিন প্রথম দক্ষিণ কোরিয়ান অধিনায়ক হিসেবে বড় ইউরোপীয় ট্রফি জেতার গৌরব অর্জন করলেন।
এসএফ