ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কান ফিল্ম ফেস্টে ডেনজেল ওয়াশিংটনের আচরণ নিয়ে আলোচনা, কেন ক্ষিপ্ত হলেন অভিনেতা?

প্রকাশিত: ১৮:৪৫, ২১ মে ২০২৫; আপডেট: ১৮:৪৭, ২১ মে ২০২৫

কান ফিল্ম ফেস্টে ডেনজেল ওয়াশিংটনের আচরণ নিয়ে আলোচনা, কেন ক্ষিপ্ত হলেন অভিনেতা?

আলোকচিত্রীর দিকে এভাবেই তেড়ে যান ডেনজেন ওয়াশিংটন

বিশ্বের সিনেমাপ্রেমীরা কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় এবারও মুখ আটকে রেখেছেন অসাধারণ পোশাক আর ঝলমলে উপস্থিতি নিয়ে হাজির হওয়া তারকারা দেখেই। কেউ নিজের ছবি প্রচারে এসেছেন, কেউ আবার শুধু সেখানে থাকার ছাপ রাখতে চেষ্টা করছেন। কিন্তু এই গ্ল্যামারের মাঝে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।

অভিনেতা ও দুইবারের অস্কারজয়ী ডেনজেল ওয়াশিংটন ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ ছবির প্রচারের জন্য যখন রেড কার্পেটে পোজ দিচ্ছিলেন, তখন তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে এক আলোকচিত্রীর দিকে এগিয়ে গেলেন। নিউ ইয়র্ক পোস্টের ভিডিওতে দেখা গেছে, ডেনজেল একটি আলোকচিত্রীর দিকে আঙুল তেড়ে চিৎকার করে ‘স্টপ!’ বলছেন।এসময়, উত্তেজনা সামলাতে আলোকচিত্রীটি হেসে তারকাটির বাহুতে হাত দেন, আর ডেনজেল নিজেকে সরিয়ে নিয়ে আবারও তাকে থামানোর নির্দেশ দেন। খবর পাওয়া গেছে, কান উৎসবে আলোকচিত্রীরা অনেক সময় তারকাদের দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার করে ডাকে, যা এই উত্তেজনার কারণ হতে পারে।

উল্লেখ্য, ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ সিনেমাটি ২২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কান ফেস্টিভ্যালে এই ঘটনার মধ্য দিয়ে যেন উঠে এল তারকার জীবনেও থাকে অবিশ্বাস্য উত্তেজনার ছোঁয়া।

রাজু

×