ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কোন ভয়ে হঠাৎ বন্ধ হলো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর?

প্রকাশিত: ১৩:৫৪, ২১ মে ২০২৫; আপডেট: ১৪:০১, ২১ মে ২০২৫

কোন ভয়ে হঠাৎ বন্ধ হলো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর?

ছবি: সংগৃহীত

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশ কক্ষে এই নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশটি বন্ধ করে দেয়, যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

তবে নিরাপত্তা হুমকির ধরন সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। টার্মিনালের প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণরূপে স্থগিত করা হয় এবং কাউকে ভিতরে ঢুকতে বা বাইরে যেতে দেওয়া হয়নি।

উল্লেখযোগ্য যে, এর আগেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরকে তাদের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য প্রধান লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, তবে এখনো পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

সূত্র: https://short-link.me/12Qyg

মিরাজ খান

×