ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চীনের ’এ আই’ গবেষকরা এখন বিশ্বমঞ্চের নেতৃত্বে

প্রকাশিত: ১৫:০৫, ২১ মে ২০২৫; আপডেট: ১৫:১৪, ২১ মে ২০২৫

চীনের ’এ আই’ গবেষকরা এখন বিশ্বমঞ্চের নেতৃত্বে

ছবি :সংগৃহীত

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণা গত এক দশকে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। দেশটি এখন বিশ্ব AI প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। চীনা গবেষকরা শুধু নিজেদের দেশের প্রযুক্তি উন্নয়নে নয়, বরং আন্তর্জাতিক AI ল্যাব, বিশ্ববিদ্যালয় এবং শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।

বিশ্বের অনেক শীর্ষ AI কনফারেন্স যেমন NeurIPS, ICML, এবং CVPR-এ চীনা গবেষকদের গবেষণাপত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। Harvard, Stanford, MIT-এর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এবং Google, Microsoft, Meta-র গবেষণা দলে চীনা বিজ্ঞানীদের উপস্থিতি চোখে পড়ার মতো। চীনের নিজস্ব AI কোম্পানিগুলো যেমন Baidu, Tencent, Alibaba, SenseTime, iFlytek এবং DeepSeek, এখন নিজেদের ভাষাভিত্তিক মডেল, ইমেজ রিকগনিশন, এবং অটোনোমাস টেকনোলজিতে উদ্ভাবনী ভূমিকা রাখছে।

নভিদিয়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং সম্প্রতি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষকদের প্রশংসা করে বলেন, "চীনের AI বিজ্ঞানীরা বিশ্বমানের। তারা শুধু চীনা AI গবেষক নয়, বরং বিশ্বমানের AI গবেষক।" তিনি আরও বলেন, "Anthropic, OpenAI বা DeepMind-এর মতো প্রতিষ্ঠানে অনেক চীনা গবেষক কাজ করছেন, এবং তারা অসাধারণ কাজ করছেন।"

তিনি চীনের AI কোম্পানি DeepSeek এবং Manus-এর প্রশংসা করেন, যাদের কাজ মার্কিন উন্নয়নের সমতুল্য। হুয়াং বলেন, "চীনের AI গবেষণার অগ্রগতি সীমাবদ্ধ করা যাবে না এবং এটি অবমূল্যায়ন করা উচিত নয়।"

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা AI উন্নয়নের জন্য স্বাস্থ্যকর, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নীতিমালা, যেমন AI চিপ রপ্তানিতে সীমাবদ্ধতা, মার্কিন উদ্ভাবনকে বাধাগ্রস্ত করতে পারে। 

তিনি বলেন, চীনে মার্কিন কোম্পানিগুলির প্রতিযোগিতামূলক থাকা উচিত, কারণ দেশটির বড় ডেভেলপার ভিত্তি এবং মার্কিন অর্থনীতির জন্য বাণিজ্য ভারসাম্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য সুবিধা রয়েছে।

 

সা/ই

×