
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবিঃ সংগৃহীত
সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে তিনি বলেন, “একটা পাগলও বুঝে, যে মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে, তাতে তার সম্পৃক্ততা নেই।”
গণআন্দোলনের প্রেক্ষাপটে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এত দুঃখজনক জায়গায় এসে আমরা পৌঁছাবো—এই গণআন্দোলনের পরে এটা আমরা ধারণা করিনি। অব্যবস্থাপনা, অদক্ষতা, জবাবদিহিতার অভাব সবকিছু এমন এক জায়গায় নিয়ে গেছে যে এগুলো নিয়ে আলোচনার জায়গায় আমরা আর নেই।”
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ববি হাজ্জাজ বলেন, “আমাদের সংবিধানের আর্টিকেল-৩৩ অনুযায়ী, কাউকে গ্রেপ্তার করতে হলে কারণ উল্লেখ করে করতে হবে। আর আর্টিকেল-১০২ তো বলেই দিয়েছে—র্যান্ডমলি কাউকে গ্রেপ্তার করা যাবে না। কোনো আইনের আওতায় ফারিয়ার নামে শত শত মানুষের হত্যার মামলা দেয়া হয়েছে? এটা বিশ্বাসযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যদি তাকে ‘নো ফ্লাই’ লিস্টেড করা হয়, তাহলে তাকে শুধু ফিরিয়ে দেয়া হতো। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার অর্থ কী? কিসের দৃষ্টান্ত তৈরি করতে চায় সরকার? আসল আসামিরা কোথায়?”
আলোচনায় ববি হাজ্জাজ রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, “হাসিনা সরকারকে পছন্দ করার কারণে বা সেই সরকারের কোনো সুবিধা ভোগ করার কারণে যদি গ্রেপ্তারের আদেশ হয়, তাহলে তো বাংলাদেশের প্রায় এক-দুই কোটি মানুষকে গ্রেপ্তার করতে হবে।”
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন, এটি ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী।
মুমু